ইয়াসিরের বিধ্বংসী ফিফটি, জয়ে লিগ পর্ব শেষ চট্টগ্রামের

ইয়াসির আলির ২৭ বলে বিধ্বংসী ৫৩ রানে ঢাকা বিভাগকে হারিয়ে লিগের শীর্ষে থেকে জয় দিয়ে পর্ব শেষ করেছে চট্টগ্রাম বিভাগ।

নয়া দিগন্ত অনলাইন
২৭ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়াসির আলি
২৭ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়াসির আলি |সংগৃহীত

জয় দিয়েই লিগ পর্ব শেষ করল চট্টগ্রাম বিভাগ। ইয়াসির আলির ঝড়ো ব্যাটিংয়ে হারিয়েছে ঢাকা বিভাগকে। ২৭ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়াসির।

বৃষ্টির কারণে মঙ্গলবার চট্টগ্রাম ও ঢাকার ম্যাচটা নেমে আসে ১৩ ওভারে। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেটে ১১৯ রান করে ঢাকা। জবাবে ১২.২ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় চট্টগ্রাম।

লিগের সাত ম্যাচে পাঁচ জয়ে মোট ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল চট্টগ্রাম। প্লে-অফে তাই ফাইনালে ওঠার জন্য দু’টি সুযোগ থাকছে তাদের। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা ঢাকার খেলতে হবে এলিমিনেটর ম্যাচ।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ঢাকার দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম। তবে দু’জনের কেউই ইনিংস বড় করতে পারেননি। শিবলি ৮ বলে ১৬ ও জিসান ৭ বলে ২১ রান করে আউট হন।

চারে নামা আরিফুল ইসলামের শুরুটাও ছিল ভালো, তবে ১৩ বলে ২৩ রানে থামতে হয় তাকেও। এরপর আর কেউ দ্রুত রান করতে পারেননি। মোসাদ্দেক হোসেন সৈকত ৩২ রান করলেও খেলেন ২৭ বল।

চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ২১ রানে নেন ৩ উইকেট।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের শুরুটা তেমন ভালো হয়নি। ৬ ওভারের মধ্যে মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারায় তারা। আগের ম্যাচে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় করেন ১৫ বলে ১৮ রান।

এরপর মাত্র ৩১ বলে ৬২ রানের জুটি গড়েন ইয়াসির রাব্বি ও ইরফান শুক্কুর। শুক্কুর ১৫ বলে ৩০ রানে আউট হলেও ৪ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫৩ রান করে অপরাজিত ইনিংসে দলকে জেতান রাব্বি।