জিশান-আফিফের বিধ্বংসী ব্যাটিং, বড় পুঁজি বাংলাদেশের

নাইম শেখের সাথে জিশানের উদ্বোধনী জুটি ভাঙে ৬.৪ ওভারে ৬২ রানে। দারুণ শুরু করেও নাইম ফেরেন ১৮ বলে ২৫ করে। ১২.২ ওভারে ফেরেন জিশান, দলীয় রান তখন ১১১।

নয়া দিগন্ত অনলাইন
জিশান-আফিফের বিধ্বংসী ব্যাটিং, বড় পুঁজি বাংলাদেশের
জিশান-আফিফের বিধ্বংসী ব্যাটিং, বড় পুঁজি বাংলাদেশের |সংগৃহীত

নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলামরা শেষ দিকে তেমন কিছু করতে না পারলেও বড় পুঁজিই পেয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৬ উইকেটে তুলেছে ১৮৬ রান।

বড় পুঁজি গড়ে দিয়েছে টপ অর্ডার। ১৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে আসে ১৩০ রান। জিশান আলম খেলেন ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৪৭ বলে ৭৩ রানের ইনিংস। দারুণ ব্যাট করেন আফিফ।

নাইম শেখের সাথে জিশানের উদ্বোধনী জুটি ভাঙে ৬.৪ ওভারে ৬২ রানে। দারুণ শুরু করেও নাইম ফেরেন ১৮ বলে ২৫ করে। ১২.২ ওভারে ফেরেন জিশান, দলীয় রান তখন ১১১।

তিনে নেমে থিতু হবার আগেই ফেরেন সাইফ হাসান। আগের ম্যাচে ফিফটি করা এই ব্যাটার ১১ বলে ১১ করেই রান আউট হন। তবে অন্যপাশ দিয়ে রানের গতি ধরে রাখেন আফিফ।

নুরুল হাসান সোহান ১১ বলে মাত্র ৫ রান করে আউট হন। মাহিদুল ৭ বলে ৭ ও তোফায়েল করেন ৪ বলে ৫ রান। তবে আফিফের ২৩ বলে অপরাজিত ৪৮ রানে বড় পুঁজি পায় এ দল।

উল্লেখ্য, টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এ দল। ডারউইনে নেপালের মুখোমুখি হয়েছে তারা। যেখানে টসে জিতে আগে ব্যাট করে টাইগাররা।