সবকিছু ঠিক থাকলে আগামীকাল মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি)।
সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে মাঠের লড়াই। তার আগে আজ সোমবার ঘোষণা করা হয় ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের নাম।
জানা গেছে, এশিয়া কাপে দায়িত্ব পালন করবেন মোট ১০ জন আম্পায়ার। অংশগ্রহণকারী দেশগুলো থেকেই বেছে নেয়া হয়েছে তাদের। যেখানে আছেন বাংলাদেশের দুজন আম্পায়ার।
এবারের এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এ ছাড়া পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকেও আছেন দুজন করে।
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচেও থাকছেন বাংলাদেশের আম্পায়ার। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে অনফিল্ডে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।
এ ছাড়া ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে মুকুলকে। আর ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে থাকবেন তিনি টিভি আম্পায়ার হিসেবে।
মাসুদুর আগেও ভারত-পাকিস্তানের ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ এশিয়া কাপে গ্রুপ পর্ব এবং সুপার ফোর দুটিতেই ভারত-পাকিস্তানের ম্যাচে দেখা গিয়েছিল তাকে।
বাংলাদেশ আরেক আম্পায়ার গাজী সোহেলও ম্যাচ পরিচালনা করবেন। তাকে দেয়া হয়েছে ১০ সেপ্টেম্বরের ভারত ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচের দায়িত্ব।
বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচে অনফিল্ডে থাকবেন রবীন্দ্র ভিমালাসিরি ও রোহান পন্ডিত। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে থাকবেন রোহান পন্ডিত ও ফয়সাল আফ্রিদি।
আর আফগানিস্তানের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ফয়সাল আফ্রিদি ও রবীন্দ্র ভিমালাসিরি।
উল্লেখ্য যে, এসিসি শুধু প্রথম পর্বের জন্য আম্পায়ার তালিকা দিয়েছে। দ্বিতীয় পর্বের আম্পায়ার নির্ধারণ করা হবে ম্যাচের প্রতিপক্ষ ও আম্পায়ারের পারফরম্যান্স দেখে।



