গতবারের রানার্সআপরা এবার ছন্দ খুঁজে পাচ্ছে না এখনো। টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে আবারো হেরেছে নুরুল হাসান সোহানের দল। এবার হার পার্থ স্করচার্স একাডেমির সাথে।
পাকিস্তান শাহিন্সের কাছে হেরে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ এ দল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেলেও আজ রোববার তৃতীয় ম্যাচে ফের হারের মুখ দেখেছে টাইগাররা।
পার্থ স্করচার্সের কাছে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। এদিন বাংলাদেশ ‘এ’ ৯ উইকেটে যোগ করে ১২৩ রান।
পার্থ স্করচার্স সেই রান পেরিয়ে যায় ১২ বল হাতে রেখেই। তুলে নেয় নিজেদের দ্বিতীয় জয়।
ব্যাটিং মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচে দারুণ ব্যাট করা আফিফ ছাড়া কেউ পারেননি ২০ রানের গণ্ডিতে যেতে। আফিফ ৪৩ রান করেছেন বটে, তবে খেলেছেন ৪৯ বল!
টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫০ রানের আগেই টপ অর্ডারের ৪ ব্যাটারের উইকেট হারায় বাংলাদেশ। জিশান, নাইম শেখ, সাইফ হাসানদের কেউ পারেননি দুই অংকের ঘরে পৌঁছতে।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কন-নুরুল হাসান সোহানরা চেষ্টা করেছেন উইকেটে থিতু হওয়ার। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। অঙ্কন ১১ বলে ৬ ও সোহান ১৬ বলে ১৪ রানে সাজঘরে ফেরেন।
দ্রুতই ফিরেন তোফায়েল আহমেদ ও নাইম হাসান। মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাটে আসে ১৪ রান ও শেষ দিকে ৫ বলে ১৬ রান করেন রাকিবুল হাসান।
স্বল্প পুঁজি নিয়েই বোলাররা চেষ্টা করেছিলেন। কিন্তু কাজ হলো না। তাতে দলীয় ফিফটির আগেই ৩ উইকেট হারিয়েছিল পার্থ। তবে নতুন বলে ভালো শুরুর সেই ধারা অব্যহত রাখতে পারেনি বাংলাদেশ।
১৮ ওভারেই পার্থের কাছে হেরে যায় বাংলাদেশ। জোয়েল কার্টিস ৩৪ বলে অপরাজিত ৪৪ ও ম্যাথু স্পোর্স ১৬ বলে ২৪ রান করে পার্থের জয় নিশ্চিত করেছেন। ২৮ বলে ৩১ রান করেন ট্যাগি উইলি।
বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন রাকিবুল ও নাঈম। হাসান মাহমুদের শিকার ১ উইকেট।



