ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আরো আগেই, আনুষ্ঠানিকতা সারতেও সময় নিলো না ভারত। আড়াই দিনেই জিতে নিয়েছে আহমেদাবাদ টেস্ট। স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি ক্যারিবীয়রা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়েছে ভারত। স্বাগতিকদের করা ৫ উইকেটে ৪৪৮ রানের বিপরীতে ক্যারিবীয়দের সংগ্রহ ১৬২ ও ১৪৬।
শুক্রবার তিন সেঞ্চুরিতে ৫ উইকেটের বিনিময়ে ৪৪৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। লোকেশ রাহুল ১০০, ধ্রুব জুরেল ১২৫ আর রবীন্দ্র জাদেজা ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৫০ করেন শুভমান গিল।
শনিবার (৪ অক্টোবর) তৃতীয় দিন তারা আর মাঠে নামেনি, ঘোষণা করে ইনিংস। তাদের সংগ্রহ যে পর্যাপ্ত ছিল তা প্রমাণ হতে সময় লাগেনি, দিনের চা বিরতির অনেক আগেই জয় উদযাপন করেছে ভারত।
৪৫.১ ওভার লড়াই করে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। তাদের দাঁড়ানোর সুযোগই দেননি মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন অ্যালিক অ্যাথানেজ।
এছাড়া জাস্টিন গ্রিভস ২৫ আর জেইডন সিলস ২২ রান করেন। ৫৪ রানের বিনিময়ে জাদেজা ৪ আর ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন সিরাজ।
এর আগে, প্রথম ইনিংসে সিরাজ ও জাসপ্রিত বুমরাহ তোপে মাত্র ১৬২ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। সিরাজ ৪ ও বুমরাহ ৩ উইকেট নেন। সেবার সর্বোচ্চ ৩২ রান করেন গ্রিভস।



