রাওয়ালপিন্ডিতে অনেক উপলক্ষ ছিল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে। তবে সবচেয়ে বড় উপলক্ষ ছিল বাবর আজমের ফেরা। এই ম্যাচ দিয়ে প্রায় ১০ মাস পর টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন হয় বাবর আজমের।
ফেরার মঞ্চটা প্রস্তুত ছিল, হাতছানি দিচ্ছিল ইতিহাস। তবে তার কিছুই হয়নি, ‘ডাক’ মেরে থেমেছেন তিনি, তার দল পাকিস্তানও দেখেছে বড় হার। প্রোটিয়াদের কাছে ৫৫ রানে হেরেছে সালমান আগার দল।
দক্ষিণ আফ্রিকাই প্রথম দল, যারা রাওয়ালপিন্ডিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে জিতল। এ জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা। এর আগে যা কখনো ঘটেনি।
মঙ্গলবার টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৯৪ রানের বড় পুঁজি পায় পাকিস্তান। জবাবে করভিন বশের বোলিং তোপে ১৮.১ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ১৪ রানে ৪ উইকেট নেন এই বোলার।
ম্যান ইন গ্রিনরা এদিন স্তন ক্যান্সারে আক্রান্তদের প্রতি সংহতি প্রকাশ ও সবার মাঝে সচেতনতা বাড়ানোর ক্যাম্পেইন হিসেবে প্রথমবারের মতো গোলাপি জার্সি পরে খেলতে নামে। তবে উপলক্ষটা রঙিন হয়নি।
রেজা হেনড্রিকসের ৪০ বলে ৬০ ও কুইন্টন ডি ককের ১৩ বলে ২৩ রানে ভালো শুরু পায় প্রোটিয়ারা। এরপর টনি ডি জর্জের ১৬ বলে ৩৩ ও জর্জে লিন্ডের ২২ বলে ৩৬ রানে প্রায় দুই শ’ ছুই ছুই পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।
মোহাম্মদ নেওয়াজ ২৬ রানে ৩ ও সাইম আইয়ুব ৩১ রানে নেন ২ উইকেট।
রান তাড়ায় সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব রানের দেখা পেলেও ইনিংস বড় করতে পারেননি। ফারহান ১৯ বলে ২৪ ও ২৮ বলে ৩৭ রান নিয়ে আউট হন সাইম। তিনে আসেন বাবর আজম, তবে খেলেন মাত্র ২ বল।
ফেরার ম্যাচে ৯ রান করতে পারলেই ভারতের রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান-সংগ্রাহক বনে যেতেন বাবর। তবে সেই অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
এদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। মাঝে নেওয়াজ ২০ বলে ৩৬ রান করলেও বাকিদের ব্যর্থতায় তা ম্লান হয়ে যায়। করভিন বশের ৪ উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন জর্জে লিন্ডে। ২ উইকেট নেন লিজাদ উইলিয়ামস।



