মাঠ বদলেছে, প্রতিপক্ষ বদলেছে, বদলেছে উদ্বোধনী জুটিও- তবে বদলায়নি চিত্র। আবারো ইনিংসের শুরুতেই ভাঙন ধরেছে ব্যাটিং লাইনআপে, ব্যবধান গড়ে দিতে পারেননি সৌম্য।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুরে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা। অভিষেক হয়েছে মাহিদুল ইসলামের, একাদশে ফিরেছেন সৌম্য সরকার।
তানজিদ তামিমের বদলে সাইফ হাসানের সাথে এদিন ইনিংস শুরু করতে আসেন সৌম্য। চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবার ওয়ানডে খেলতে নামেন তিনি। তবে পারেননি সুবিধা করতে, মাত্র ৪ রানেই শেষ তার ইনিংস।
জয়দেন সিলসের করা ২.১ ওভারে রোস্টন চেজকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ১ বল আগেই ফেরেন সাইফ হাসানও, ৬ বলে ৩ রান করে রোমারিও শেফার্ডের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি।
মাত্র ৮ রানে ২ উইকেট হারানোর ধাক্কা এই মুহূর্তে কাটিয়ে তুলার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত (১৮) ও তাওহীদ হৃদয় (১৬)। ১৪ ওভার শেষে দলের রান ৪৩/২।



