ইতিহাসের হাতছানি দিয়ে ফিরলেন সাইফ-সৌম্য

মিরপুরের জুজু কাটিয়ে আজ নতুন রূপে দেখা দেন সৌম্য সরকার ও সাইফ হাসান। সিরিজ জেতার অলিখিত ফাইনালে দারুণ শুরু এনে দিয়েছেন দলকে। টসে জিতে ব্যাট করতে নেমে খেলতে থাকেন টি-টোয়েন্টি মেজাজে।

নয়া দিগন্ত অনলাইন
দারুণ খেললেও সেঞ্চুরির আগেই বিদায় নেন দুই ওপেনার
দারুণ খেললেও সেঞ্চুরির আগেই বিদায় নেন দুই ওপেনার |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সবশেষ সেঞ্চুরি ছিল ২০২৩ সালের মার্চে। আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল ও লিটন দাস মিলে করেন ১০২ রান। এরপর ৩১ মাস আর ৪৫ ইনিংসে তিন অঙ্কের দেখা পায়নি উদ্বোধনী জুটি।

সেই খরাটা আজ কেটে গেছে মাত্র ১৬ ওভারে। সাইফ হাসান ও সৌম্য সরকার মিলে যে ঝড় তোলেন মিরপুরে— তাতে গড়া হয়েছে বেশকিছু নতুন রেকর্ড। যাতে ভর করে বড় সংগ্রহের পথে বাংলাদেশ।

অথচ এই ম্যাচের আগ পর্যন্ত ৪৫ ইনিংসে স্রেফ সাতবার অর্ধশত রান ছুঁয়েছে বাংলাদেশের শুরুর জুটি। এই বছর আগের ১০ ওয়ানডেতে সেরা জুটি ছিল স্রেফ ৪৫ রানের।

মিরপুরের জুজু কাটিয়ে আজ নতুন রূপে দেখা দেন সৌম্য সরকার ও সাইফ হাসান। সিরিজ জেতার অলিখিত ফাইনালে দারুণ শুরু এনে দিয়েছেন দলকে। টসে জিতে ব্যাট করতে নেমে খেলতে থাকেন টি-টোয়েন্টি মেজাজে।

শুরুটা করেছিলেন সাইফ, তবে সেই পথ ধরে এগিয়ে গেছে সৌম্যও। ৮ ওভারেই ৬০ রানে পৌঁছায় দল। তাতে ৭ বছর ১০ মাস পর মিরপুরে ওয়ানডেতে উদ্বোধনী জুটি পেরোয় ৫০ রানের গণ্ডি। এরপর আর পেছনে ফেরেননি তারা।

অন্যদিকে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ফিফটি তুলে নেন সৌম্য। যা তার ১৪তম ওয়ানডে ফিফটি। ৪৪ বলে প্রথম ওয়ানডে ফিফটি তুলে নেন সাইফও। তবে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেয়া হয়নি তার। আটকে গেছেন ৭২ বলে ৮০ করে।

সেঞ্চুরিতে রূপ নেয়নি সৌম্য সরকারের ইনিংসও। সঙ্গী হারিয়ে ধাক্কা খাওয়া সৌম্য ৮৬ বলে ৯১ রান করে ২৮.১ ওভারে উইকেট দেন আকিল হোসেইনকে। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৮১ রান।

ওয়ানডেতে মিরপুরে শেষবার শতরানের উদ্বোধনী জুটি গড়েছিল বাংলাদেশ ২০১৫ সালে ১১ নভেম্বর। সেবার ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

আজ যদিও ইতিহাস গড়ার পথেই ছিল জুটি। দারুণ দর্শনীয় ব্যাটিং উপহার দিতে থাকেন তারা, আর ভাঙতে থাকেন একের পর এক রেকর্ড, দুজনেই ছুটতে থাকেন শতকের দিকে। তবে ইতিহাস গড়া আর হলো না।

যদিও ওয়ানডে ইতিহাসেই বাংলাদেশের দ্বিতীয় সেরা উদ্বোধনী জুটি এটি (১৭৬)। তামিম ইকবাল ও লিটন দাস ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সেরা ২৯২ রানের জুটি গড়েছিলেন সিলেটে।