১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বিশ্বকাপ দল ঘোষণায় প্রবাসীরা

মহিলা বিশ্বকাপে বাংলাদেশ দলের নতুন মুখ তাজ নেহার -


এই প্রথম ভিন্ন উপস্থাপনের মাধ্যমে টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল দুপুর সাড়ে ১২টায় সামাজিক মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপের ১৫ সদস্যের নাম ঘোষণা করলেন প্রবাসীরা।
বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওর শুরুতেই বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন নিজের পরিচয় দিয়ে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা বাংলাদেশের নারী বিশ্বকাপের দল ঘোষণা করবেন। ক্রিকেটারদের নাম ঘোষণার শুরুতেই কানাডায় বসবাসরত বাংলাদেশী এক প্রবাসী নারী নিগার সুলতানা জ্যোতির নাম বলেছেন। জ্যোতির কাঁধেই থাকছে বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব। কানাডিয়ান সেই নারী জ্যোতির পাশাপাশি মারুফা আক্তারের নাম বলেছেন।
এরপর একে একে জাহানারা আলম, নাহিদা আকতার, স্বর্ণা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মণিদের নাম ঘোষণা করা হয়। কানাডা ছাড়াও দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশীরা নারী টি-২০ বিশ্বকাপে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। প্রবাসীরা সবাই নারী ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছেন।

বাংলাদেশের নারী টি-২০ বিশ্বকাপ দলে খুব একটা পরিবর্তন নেই। স্কোয়াডে চমকের নাম তাজ নেহার। অভিষেকের অপেক্ষায় থাকা ২৬ পেরুনো টপ অর্ডার ব্যাটারকে দলে নিয়েছেন নির্বাচকরা। তাজ নেহারের জায়গা পাওয়াই বড় খবর। ডানহাতি এই ব্যাটার কোনো সংস্করণেই বাংলাদেশের জার্সিতে আগে খেলেননি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে সরাসরি বিশ্বকাপে সুযোগ পেলেন। অভিজ্ঞ জাহানারা আলমের জায়গা হলেও ঠাঁই পাননি রুমানা আহমেদ।
শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী ‘এ’ দলের অধিনায়ক রাবেয়া খান বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন না। শ্রীলঙ্কায় চলমান ‘এ’ দলের সিরিজের ১৩ ক্রিকেটারই যাচ্ছেন বিশ্বকাপে। এই ১৩ ক্রিকেটারের সাথে যোগ হয়েছেন দিশা বিশ্বাস ও সাথী রানী। দিশার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সাথী ফিরেছেন এক বছর পর। অধিনায়ক জ্যোতির হাতে উইকেটরক্ষকের গ্লাভসও থাকতে পারে। ব্যাটিং লাইনআপে অধিনায়কের সাথে থাকছেন মুর্শিদা খাতুন, দিলারা আকতার, সোবহানা মোস্তারি। শেষের দিকে নেমে ঝড় তুলতে আছেন স্বর্ণা আকতার। তার সাথে স্পিন আক্রমণে থাকছেন আরো দুই লেগস্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া খান। পাশাপাশি নাহিদার বাঁহাতের ঘূর্ণি তো রয়েছে। বিশ্বকাপ দলে জায়গা পাননি সম্ভাবনাময় ব্যাটার রাবেয়া হায়দার ঝিলিক, ইশমা তানজিম, সাবিকুন নাহার জেসমিন ও শরিফা খাতুন।

এবারের নারী টি-২০ বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। ৫ অক্টোবর একই ভেনুতে জ্যোতিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১১ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
২০২৪ নারী টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আকতার, দিশা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আকতার, রিতু মণি, নাহিদা আকতার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আকতার, তাজ নাহার, রাবেয়া খান ও সুলতানা খাতুন।

 


আরো সংবাদ



premium cement