২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশকে মজা নিতে দিন : রোহিত

-


সুখস্মৃতি নিয়ে ভারতে গেছে বাংলাদেশ দল। আজ বাদে কাল ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। তবে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নেই। এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে ১১ টিতেই ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে টাইগাররা হেরেছে ইনিংস ব্যবধানে। যদিও বৃষ্টির আশীর্বাদে দু’টি টেস্টে ড্র করেছিল বাংলাদেশ।
এবার অবশ্য অনেক আশা নিয়ে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে গেছে শান্তরা। তবে শান্তর দলকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘সবাই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে সবাই মজা পায়। ঠিক আছে, বাংলাদেশকে কথা বলতে দিন। ওদের মজা নিতে দিন। ইংল্যান্ডও তো আমাদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনেক কথা বলেছিল। আমাদের কাজ হচ্ছে মাঠের পারফরম্যান্স দিয়ে জবাব দেয়া। যখন ইংল্যান্ড সংবাদ সম্মেলনে অনেক কথা বলেছিল। কিন্তু তাদের কথা শুনে মনোযোগ হারাইনি, নিজেদের খেলায় মনোযোগ দিয়েছিলাম। এবারও একই লক্ষ্য, ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা।’
তবে আরেক প্রশ্নের উত্তরে বাংলাদেশকে সমীহের চোখেই দেখার কথা বলেছেন রোহিত। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ‘বাংলাদেশ দল খুব ভালো খেলছে, তাদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেয়া।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে বাংলাদেশের সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ ভারতের পরবর্তী দুই সিরিজ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে। সিরিজের গুরুত্বের বিবেচনায় রোহিত বলেন, ‘এই সিরিজসহ প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ; কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পৌঁছাতে সব ম্যাচেই জিততে হবে।’

এটিই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড : হার্শ ভোগলে
এত দিন ধরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যর্থ দলটি এবার স্বপ্ন দেখাচ্ছে ফাইনালে খেলার। তাইতো লাল-সবুজের এই দেশটিকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছে ক্রিকেট পাড়ায়। ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে সাবেক ক্রিকেটাররাও জানাচ্ছেন তাদের মতামতের। বাংলাদেশের খুব একটা ভালো সম্ভাবনা দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, অজয় জাদেজা কিংবা বর্তমান খেলোয়াড় মোহাম্মদ শামি। কিন্তু জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বললেন এটিই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড। ‘এবার আমি বাংলাদেশকে নিয়ে বেশ আশাবাদী। কারণ আমার দেখা এটাই তাদের সেরা স্কোয়াড। তাদের এখন সবচাইতে গতিময় পেসার নাহিদ রানা আছে। পাকিস্তানের ভালো ভালো ব্যাটারদের ভুগিয়েছে সে। এ ছাড়া হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ তো আছেই।’
হার্শার মতে, সাকিব ও মুশফিক খেলা ছেড়ে দিলে তাদের বিকল্প হতে পারেন লিটন ও মিরাজ। ‘আমার মনে হচ্ছে লিটন ও মিরাজ আরও বড় ভূমিকা নেয়ার জন্য প্রস্তুত। জানি না সাকিব, মুশফিক কত দিন খেলবে। তবে এই দু’জনের আদর্শ ভূমিকা হতে পারে লিটন ও মিরাজ। বাংলাদেশের ব্যাটিং লাইনআপে নিজেদের সামর্থ্যের থেকে এক ধাপ নিচে ব্যাট করছে সবাই। এটা ব্যাটিং গভীরতার খুব ভালো দিক। কিন্তু উপরের দিক থেকে শান্ত ও মুমিনুলদেরও রান পেতে হবে। তবে ফেভারিট কিন্তু ভারত। আশরা করছি বাংলাদেশ জমজমাট লড়াই করবে।’

 


আরো সংবাদ



premium cement