২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রে অভিষেকেই ম্যাচসেরা সাইফউদ্দিন

-

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে না পারায় সর্বশেষ টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। এর পর লম্বা বিরতি। এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে আবারো মাঠে ফিরেছেন সাইফউদ্দিন।
যুক্তরাষ্ট্রের ২০ ওভারের এই টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের জার্সিতে অভিষেক ম্যাচেই পেলেন ম্যাচ সেরার পুরস্কার। পারাম ভার্স ক্রিকেট মাঠে আটলান্টা লাইটিংয়ের মুখোমুখি হয়েছিল আটলান্টা ফায়ার। যেখানে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে ফায়ার। জবাবে ৮ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি লাইটিং। ম্যাচের শেষ বলে জয়ের জন্য লাইটিংয়ের প্রয়োজন ছিল ৫ রান। বল হাতে সাইফউদ্দিনের দুর্দান্ত ইয়র্কারে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ব্যাটার। তাতে ৪ রানের ব্যবধানে জিতেছে সাইফউদ্দিনের দল। সবমিলিয়ে ৩ ওভারে ১৩ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেট। তাতেই ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে।


আরো সংবাদ



premium cement