১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ভারতেও দুই টেস্ট জিততে চান শান্ত

ভারতের চেন্নাইয়ে পৌঁছার পর হোটেলে বাংলাদেশ দলকে সাদরে গ্রহণ করা হয় : বিসিবি -


অবশেষে রাজ্যের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভারত সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে তারা চেন্নাইয়ে পৌঁছেও গেছে। ঢাকা থেকে কোচিং ও সাপোর্ট স্টাফের সাথে সাকিব আল হাসান ছাড়া স্কোয়াডের অন্য ক্রিকেটাররা ছিলেন। সারের হয়ে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা সাকিব লন্ডন থেকে চেন্নাই এসে যোগ দেবেন দলে। দেশ ছাড়ার আগেই আসন্ন এই সিরিজের উত্তাপ অনুভব করছেন নাজমুল হোসেন শান্ত। ভারত সিরিজকে চ্যালেঞ্জিং হিসেবেই বিবেচনা করছেন তিনি। সাম্প্রতিক সময়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বেশ চাপমুক্ত শান্তর দল। তবে ভারতের বিপক্ষে লড়াই যে সহজ হবে না তা ভালো করেই জানা আছে শান্তর।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সামনে বাস্তবতার নিরিখে নিজেদের প্রত্যাশা আর পরিকল্পনা জানান শান্ত, ‘এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেও আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য প্রক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ...আমাদের লক্ষ্য থাকবে কাজটা ঠিকঠাক করা। নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব তবে চ্যালেঞ্জিং।’

আপাতত পাঁচ দিনই খেলার পরিকল্পনা করছেন বাংলাদেশের অধিনায়ক। তার মতে, ‘ভারতের সাথে লম্বা সময় খেলতে পারলে শেষদিনে ভালো ফলাফল করা সম্ভব।’ আর তাই শক্ত মনোবল নিয়েই দেশ ছাড়ছেন তিনি। বর্তমানে টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বরে আছে ভারত। আর বাংলাদেশ সেখানে নয়ে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে আছে ভারত। সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এই তালিকায় আছে চারে। টেস্টে এখনো ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এবার কি সেই প্রথমের দেখা মিলবে?
শান্ত সেই আশা করলেও তার কণ্ঠে সতর্কতার সুর, ‘আমি একটু আগে যেটা বললাম সিরিজ চ্যালেঞ্জিং হবে। যদি র্যাংকিং দেখেন ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সম্প্রতি আমরা ভালো খেলছি। ভালো সিরিজ পার করে এসেছি। আমাদের লক্ষ্য হবে কিভাবে পাঁচ দিন ভালো খেলতে পারি।’ ‘ফলটা শেষ দিনে শেষ সেশনে গিয়ে হয়। পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে কোনো দল জিতবে। আমরা দু’টা ম্যাচই জেতার জন্য খেলব। তবে এটা খুবই চ্যালেঞ্জিং।’ যোগ করেন অধিনায়ক।

দলের বোলারদের দারুণ ছন্দে থাকা প্রসঙ্গে শান্ত বলেন, ‘অভিজ্ঞতার দিক দিয়ে তুলনা করলে আমাদের পেসাররা একটু পিছিয়ে আছে। স্কিলের দিক দিয়ে হয়ত আমরা কাছাকাছি আছি। আমাদের স্পিনাররা অভিজ্ঞ। তাদের যেকোনো কন্ডিশনে বোলিং করার সামর্থ্য আছে। নিজেদের শতভাগ দিলে এবং পাঁচ দিনই খেলতে পারলে খুব এক্সাইটিং ম্যাচ হবে।’
দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও নজর রাখবেন টাইগার অধিনায়ক, ‘আমি ব্যাটার হিসেবে যেন দলে ভূমিকা রাখতে পারি এটা চাই। তার জন্য যেমন প্রস্তুতি নেয়া প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ নিতে পেরেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি সর্বোচ্চ চেষ্টা করব দলকে যেন অবদান রাখতে পারি।’
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ভারত মিশন। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দু’দল। টেস্ট ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়। টেস্ট সিরিজ শেষে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে টি-২০ সিরিজের ম্যাচ তিনটি। এগুলোর ভেনু যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদ।


আরো সংবাদ



premium cement
লেবাননে পেজারের পর ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত ১৪, আহত ৪৫০ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন প্রচেষ্টায় নজর ভারতের এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট নাটোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৬ বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মার্চেন্ট শিপিং ফেডারেশনের শহীদ পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ১ লাখ টাকা

সকল