আবাহনী আমার সাথে দুই নাম্বারি করেছে : জামাল
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অক্টোবরে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর কথা। ক্লাব ফুটবলের ব্যস্ততা সবার মাঝে থাকলেও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার অলস সময়। এখন পর্যন্ত কোনো ক্লাব পাননি প্রবাসী। চুক্তি করার পরও দলবদলের শেষ দিনে অর্থ নিয়ে দরকষাকষিতে জামাল ভূঁইয়া রাজি না হওয়ায় তাকে চূড়ান্ত তালিকায় রাখেনি ঢাকা আবাহনী লিমিটেড। দলবদলের শেষ মুহূর্তে আবাহনীর এমন কাজকে অপেশাদার বলে আখ্যায়িত করেছেন জামাল। চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ঐতিহ্যবাহী এ ক্লাবটির বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অভিযোগ জানিয়েছেন এ মিডফিল্ডার। ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার সাফ সাফ জানিয়ে দিলেন, ‘আবাহনী আমার সাথে দুই নাম্বারি করছে।’
চুক্তির কাগজ ও আবাহনী ক্লাব থেকে পাঠানো তার জন্য বিমান টিকিটের কপিকে প্রমাণ হিসেবে দেখাচ্ছেন জামাল। আবাহনীর সাথে নিজের চুক্তি নিয়ে বলেন, ‘আমি আবাহনীর সাথে গত জুলাইয়ে অনলাইনে চুক্তি করেছি। সব ঠিক ছিল। এরপর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তারা আমাকে বলেছে, ক্লাবের অবস্থা ভালো না তুমি ৩০ শতাংশ কম নাও। আমি রাজি হয়েছি। তারা দু’বার আমাকে বিমানের টিকিট পাঠিয়েছে। দলবদলের শেষ দিনে ফরম বাফুফেতে জমা দেয়ার ২০ মিনিট আগে ক্লাব থেকে ফোন করে বলে আরো ৬০ শতাংশ বেতন কম নিতে। তার মানে আমাকে ৯০ পার্সেন্ট বেতন কম নিতে হবে। তখন বলেছি, এটি হয় না। চুক্তি করার পর আবাহনী এটা ঠিক করেনি। সম্পূর্ণ অপেশাদার আচরণ করেছে আবাহনী।’
অন্য ক্লাব থেকে প্রস্তাব পেলেও আবাহনীর সাথে চুক্তি করায় বেকায়দায় পড়েছেন জামাল। আবাহনীর বিরুদ্ধে বাফুফেতে অভিযোগ দিয়েছেন, ‘আবাহনী মনে করছে আমার অন্য কোনো চয়েজ নেই। সময়ও শেষ তাই বাধ্য হয়েই আমাদের কথাতে রাজি হবে। কিন্তু আমি রাজি হইনি। আমি সই করিনি। ইতোমধ্যে বাফুফেতে অভিযোগ দিয়েছি আবাহনীর বিরুদ্ধে। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে জানিয়েছি। কিছু দিন আগে তাকে সব ডকুমেন্টসও পাঠিয়েছি। যদি চুক্তি না করি, তা হলে কেউ তো বিমানের টিকিট পাঠাত না। তারা দেখেছে, দুই-তিনটা টিম দল করতেছে না, সেই সুযোগটি কাজে লাগিয়েছে।’
জামাল চাচ্ছেন ধারে অন্য কোনো ক্লাবে খেলতে, ‘আমি ইমরানকে বলেছি, যেহেতু আবাহনীতে সাইন করেছি, তারা আমাকে বাদ দিয়েছে। আমি চাই ধারে অন্য কোনো ক্লাবে খেলতে। চুক্তিভঙ্গের সাথে আবাহনীর সহকারী কোচ জাকারিয়া বাবুর বিরদ্ধেও অভিযোগ জামালের, ‘জাকারিয়া বাবু ক্লাবের মধ্যে সব কিছু করতেছেন। এ ক্লাবটাকে তিনি শেষ করে দিচ্ছেন। যারা আছেন তারা বেক্সিমকোর লোক। তারা তো ফুটবল নিয়ে কিছু জানেন না। জাকারিয়ার বুদ্ধিতেই সব হচ্ছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা