১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

প্যারাগুয়ের মাঠে ফের হার ব্রাজিলের

আট ম্যাচে চতুর্থ হারের পর ব্রাজিলের এমন হতাশাটাই স্বাভাবিক : ইন্টারনেট -


বিবর্ণ ফুটবলে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথ দিন দিন কঠিন হয়ে যাচ্ছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। বাছাইপর্বে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই পরাজয় নেইমারবিহীন সেলেকাওদের। যার শেষ সংযোজন ১-০-তে প্যারাগুয়ের মাঠে পরাজয়। কঠিন সময়ের মধথ্য দিয়ে যাওয়া দলটিকে বাংলাদেশ সময় গতকাল সকালে হারিয়ে বাছাইপর্ব আরো জমিয়ে দিয়েছে পথ্যারাগুয়ে।
এ দিন ল্যাটিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিজ মাঠে পেরুকে ১-০-তে হারিয়েছে ইকুয়েডর। চিলিকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারায় বলিভিয়া। প্যারাগুয়ের পর এবার ভেনিজুয়েলাও রুখে দিয়েছে উরুগুয়েকে। ভেনিজুয়েলা নিজেদের মাঠে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের প্রথম দুই আসরে চ্যাম্পিয়নদের বিপক্ষে।

প্যারাগুয়ের মাঠ এস্টাডিও ডিফেনসোরস দেল চাকোতে ঢিমেতালে শুরু হওয়া মথ্যাচে বল দখলে অনেক এগিয়ে ছিল ব্রাজিল। ৭১ শতাংশের বেশি সময় বল দখলে থাকলেও পাঁচবারের বিশ্ব চথ্যাম্পিয়নদের আক্রমণে ছিল না তেমন ধার। ম্যাচে সমন্বয় ছিল না রিয়াল মাদ্রিদের তিন ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও এন্দ্রিকের খেলায়। সফরকারীদের সামলে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় পথ্যারাগুয়ে। হেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো বিপদ বাড়ান গ্যাব্রিয়েল মাগালহাস। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন দিয়েগো গোমেস।

গোল হজম করার পাঁচ মিনিট পর পাল্টা আক্রমণে সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিল ব্রাজিল। ভিনিসিয়াসের কাটবথ্যাকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে দূরের পোস্টে শট নেন গুইলার্মে আরানা। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালের দিকে যাওয়া মুহূর্তে গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ডিফেন্ডার ওমর আলদারেতে। মথ্যাচের একদম শেষ সময়ে আবার সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ব্রাজিল। ডি বক্সের বাইরে থেকে অনেক উপর দিয়ে বাইরে মারলে হতাশা নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। ২০০৮ সালের পর ব্রাজিলকে হারিয়ে জয়ের উচ্ছ্বাসে মাতে পথ্যারাগুয়ে। এই পরাজয়ে আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আবার পাঁচে নেমে গেল ব্রাজিল। গোল পার্থক্যে তাদের চেয়ে পিছিয়ে ছয়ে ভেনিজুয়েলা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে টানা দু’টি ড্র করা উরুগুয়ে। ১১ পয়েন্ট নিয়ে চারে ইকুয়েডর।

২০০৩-২২ সালের মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচে মাত্র ৫টিতে হেরেছিল ব্রাজিল। কিন্তু এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচেই ৪ হার। বোঝাই যাচ্ছে ব্রাজিলের সামনের সময়টা খুব একটা সহজ নয়। বাছাইপর্বে ব্রাজিল এই মুহূর্তে ৮ ম্যাচ ৪ হার ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্বের বিচারে এটাই ব্রাজিলের সবচেয়ে বাজে দল। এর আগে কখনোই শুরুর ৮ ম্যাচ পর্যন্ত এতটা বিধ্বস্ত ছিল না ব্রাজিল।


আরো সংবাদ



premium cement