১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

জিততেই মাঠে নামবে বাংলাদেশ

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল শেষ অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল : বাফুফে -

ভুটানের বিপক্ষে প্রীতি সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। এবার শেষটা জিতে সফর রাঙাতে চান জামাল ভূঁইয়া, তপু বর্মণরা। আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। তবে আজকের ম্যাচে খেলতে পারছেন না ফরোয়ার্ড রাকিব হোসেন। আগের ম্যাচে পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়ায় তার জায়গা হয়ে গেছে টেন্টে।
দুই ম্যাচের দু’টিতেই জেতার জন্য ভুটানে গেছেন বলে আগেই জানিয়েছেন স্প্যানিশ কোচ কাবরেরা। প্রথম ম্যাচে লক্ষ্য পূরণ হয়েছে। বাকি রয়েছে আজকের শেষ ম্যাচটি। এটাও জিতে লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করতে চান অধিনায়ক জামাল ভূঁইয়াও। তার কথা, ‘ভুটান সফরে ইতোমধ্যে আমাদের লক্ষ্যের ৫০ ভাগ পূর্ণ হয়েছে। বাকি ৫০ ভাগ পূরণ করেই আমরা ফিরতে চাই।’
ভুটান সম্পর্কে এই মিডফিল্ডারের অভিমত, প্রথম ম্যাচে ভুটান অনেক ভালো খেলেছে। যদিও চেনচোসহ আরো ক’জন নিয়মিত ফুটবলার তাদের এই দলে নেই। তার পরও তারা অনেক চাপ দিয়ে লড়াই করেছে। শেষ ম্যাচে তারাও জেতার চেষ্টা করবে। আমরা হালও ছাড়ব না। দোয়া করবেন।

প্রথম ম্যাচে ইনজুরিতে পড়া ফরোয়ার্ড রাকিব হোসেনকে এই ম্যাচে পাওয়া যাবে না সাফ জানিয়ে দিলেন দলের সহকারী কোচ ও সাবেক তারকা ফুটবলার হাসান আল মামুন। তার কথা, ‘প্রথম ম্যাচে রাকিব পায়ের গোড়ালিতে অনেক ব্যথা পেয়েছে। তাকে হাসপাতালে নিয়ে এক্সরে করানো হয়েছে। চিকিৎসকের মতামত অনুযায়ী তাকে এই ম্যাচে খেলানো যাবে না। তবে লম্বা সময় তাকে বসেও থাকতে হবে না। দ্রুতই জাতীয় দলে ফিরবে সে।’
ভুটানের খেলা সম্পর্কে মামুন বলেন, ‘এই ভুটানকে আগে কখনো দেখিনি। প্রথম ম্যাচে তারা ৪-২-৩-১ পদ্ধতিতে খেলেছে। আগে কখনো তাদেরকে এই পদ্ধতিতে খেলতে দেখিনি।’ শেষ ম্যাচে বাংলাদেশের রণকৌশল কি হবে তা জানিয়ে দিলেন সাবেক এই ফুটবলার, ‘আগের ম্যাচের যা ভুল ছিল, তা চিহ্নিত করেছি। তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করেছি। সেখানেই খেলব আমরা।’
লাল-সবুজদের দুই ম্যাচে জিততে চাওয়ার নেপথ্য কারণ ফিফা র্যাংকিংয়ে নিজেদের উন্নতি করা। হাসান আল মামুন বলেন, ‘আমরা এখানে এসেছি ফিফা র্যাংকিংয়ে উন্নতির জন্য। আগে বড় বড় দলের সঙ্গে খেলেছি। এখন খেলছি সমসাময়িক বা ছোট দলের সঙ্গে।’


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল