১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

আগের চেয়ে সমীহ করবে ভারত : ফাহিম

হামলার হুমকি নিয়ে ভাবছে না বিসিবি
-


চলতি মাসে ভারত সফর করবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এ সফরে দু’টি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ভালো খেলায় এবার বাংলাদেশকে নিয়ে বাড়তি সতর্ক থাকবে বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
মিরপুরে গতকাল গণমাধ্যমকর্মীদের ফাহিম বলেন, ‘ভারত আগের চেয়ে বাংলাদেশকে আরো সমীহ করবে। আরো একটু পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবে। আগে হয়তো যেভাবে বাংলাদেশকে দেখত এখন সেভাবে দেখবে না। বাংলাদেশের তুলনায় ভারত একটু শক্ত প্রতিপক্ষ। সুতরাং যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছি, সেই মানসিকতা নিয়ে খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে।’

ফাহিম আরো বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলার ক্ষেত্রে আমরা যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে ভারতের ক্ষেত্রে সেটা হয়তো হবে না। সেখানে আমাদের আরো ধারাবাহিক হতে হবে, আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। কিন্তু আত্মবিশ্বাসটা খুব জরুরি। সেটা যদি আমরা ধরে রাখতে পারি। আমাদের সেই সামর্থ্য আছে ভালো করার বিশেষ করে আমাদের বোলিংয়ে যে শক্তিটা দেখেছি। সেটা যদি আমরা কাজে লাগাতে পারি তা হলে আমাদের ভালো সুযোগ আছে তাহলে আগের চেয়ে আরো বেশি আধিপত্য বিস্তার করব।’
ফাহিমের মতে, ‘যেকোনো সংস্করণে ওরা একটা ভালো দল। টি-২০-এর কথা এ মুহূর্তে বলাটা একটু মুশকিল। তবে টেস্ট ক্রিকেট এমন একটা সংস্করণ যেটা সব সংস্কণের খেলাকে উন্নতি করতে ভূমিকা রাখে। আমি নিশ্চিত ওই আত্মবিশ্বাসটা এখানেও কাজে আসবে। আর যেটা বললাম বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে। বোলিং শক্তি যেকোন দলের জন্য গুরুত্বপূর্ণ জিনিস। সেটা টি-২০তেও কাজে আসবে নিশ্চই।’

হামলার হুমকি নিয়ে ভাবছে না বিসিবি
পাকিস্তানের মাটিতে টেস্টে বাবর আজমদের হোয়াইটওয়াশ করে এখন ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট টিম। এবার সাকিব-মুশফিকদের পরবর্তী লক্ষ্য ভারত সফর। চলতি মাসেই দেশটিতে দু’টি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এ সফরের একটি টি-২০ ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেনু কানপুরেও হামলার হুমকি এলো। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানালেন হামলার হুমকি নিয়ে ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, হিন্দু মহাসভার সহসভাপতি ডা: জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এ ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছে। জয়বীর ভরদ্বাজ বলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে... মন্দির ধ্বংস করা হচ্ছে। এর পরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, কারণ অন্যথায় দেশে অশান্তি হবে।
এ প্রসঙ্গে বিসিবির পরিচালক ফাহিম বলেন, ‘এই রকম হুমকি তো থাকেই। সব দেশের খেলার জন্যই এমন কিছু না কিছু থাকে। আমাদের ট্যুর যেভাবে সূচি দেয়া আছে আমরা সেভাবেই যাবো। দুই-তিন দিনের মধ্যেই আমাদের ভারত সফরের দল দিয়ে দেয়া হবে।’

 


আরো সংবাদ



premium cement
ঘন কুয়াশায় ছেয়ে গেছে নীলফামারী লস অ্যাঞ্জেলেসে দাবানল : বাতাসের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাইকে খালাস টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সিএ প্রেস উইং কাতার বলছে ইসরাইল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুনে একাধিক রিসোর্ট পুড়ে ছাই ছাগলকাণ্ড : অবশেষে মতিউর ও স্ত্রী লাকি গ্রেফতার আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ সংস্কার কমিশন

সকল