১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রদ্রিগোর গোলে ব্রাজিলের জয়

-


ইকুয়েডরকে হারিয়ে জয়খরা কাটাল ব্রাজিল। রদ্রিগোর একমাত্র গোলে জয়ের স্বস্তি মিললেও সেলেকাওদের খেলায় মন ভরাতে পারল না দর্শকদের। ঘরের মাঠে ল্যাটিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলে জিতল ব্রাজিল। কিন্তু কুরিতিবার গ্যালারি থেকে ভেসে এলো দুয়োর সুর। দর্শকদের প্রতিক্রিয়াই বলে দিচ্ছিল, নিজেদের দলের খেলায় কতটা বিরক্ত তারা। বল পজিশনে যদিও এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু খেলায় ধার, পরিকল্পনায় ঘাটতি ছিল স্পষ্ট। ছিল ভুল পাসের ছড়াছড়ি। খুব একটা সংযোগ ছিল না মাঝমাঠের সাথে আক্রমণভাগের। সব মিলিয়ে পারফরম্যান্স ছিল একদমই খাপছাড়া। আর পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন দলের বড় ভরসা ভিনিসিয়াস জুনিয়র। তার পরও ম্যাচ শেষে একমাত্র গোলদাতা রদ্রিগোর ভাষ্য মতে, জয়টা ছিল খুবই জরুরি।

‘জয়টা আমাদের জন্য জরুরি ছিল। সেটি ভালো খেলে এলো নাকি বাজে খেলে, তা ব্যাপার নয়। এই জয় নিয়ে আমি খুশি। দলকে জেতাতে পেরে ভালো লাগছে।’
কৌতো পেরেইরা স্টেডিয়ামে নামার আগে চাপে ছিল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ চার ম্যাচেই জয়শূন্য। গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্রয়ের পর হেরেছে টানা তিন ম্যাচ। অক্টোবরেই উরুগুয়ে, নভেম্বরে কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হেরে চাপেই ছিল দরিভাল জুনিয়রের দল। ম্যাচের ৩০ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি পায় ব্রাজিল। মিডফিল্ডার লুকাস পাকুয়েতা বল পেয়ে বক্সের সামনে দাঁড়িয়ে থাকা ফরোয়ার্ড রদ্রিগোকে পাস দেন। বল নিয়েই উল্টো দিকে ঘুরে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলে ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্ট যায়। ডিফেন্ডারের গায়ে না লাগলে হয়তো রিয়াল মাদ্রিদ তারকার নেয়া শট ঠেকিয়ে দিতে পারতেন ইকুয়েডর গোলকিপার এরনান গালিন্দেজ। ফলে বলের গতিপথ খানিকটা পাল্টে ডান দিক দিয়ে জালে আশ্রয় নেয়া ঠেকাতে পারেননি এই গোলরক্ষক। এই গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইকুয়েডর। শেষ পর্যন্ত এই গোলকে পুঁজি করেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল