১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বাবার পর বাংলাদেশ স্পোর্টিংয়ের দায়িত্বে ছেলে

-


বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের (বিএসসি) জন্ম ১৯৩৯ সালে। তখন নাম ছিল ঢাকা মুসলিম বয়েজ ক্লাব (ডিএমবিসি)। ১৯৪৭ সালে নতুন নাম হয় পাকিস্তান স্পোর্টিং ক্লাব (পিএসসি)। ১৯৭১ সালে নতুন নামকরণ হয় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব (বিএসসি)। মো : নুরুল্লাহ পাকিস্তান পিরিয়ড থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে ছিলেন। এরপর ক্রমান্বয়ে আব্দুর রহমান মাহবুব, মো: ওবায়েদ হোসেন, মো: আব্দুস সামাদ, হাজী মো: হুমায়ুন, মোস্তাক হোসেন মনার হাত হয়ে ক্লাবটির দায়িত্ব এসে পড়ে মো: হাবিব উল্লাহ কাঁধে। পাকিস্তান ও বাংলাদেশ পিরিয়ডে হাল ধরা মো: নুরুল্লার ছেলে এই হাবিব উল্লাহ।

এরপর বাংলাদেশ স্পোর্টিংয়ে হকি সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত যত বিদেশী বিএসসিতে খেলতে এসেছেন সবই তার হাত ধরে। ২০২১-২০২২ সালে হাবিব উল্লাহ যুগ্ম সম্পাদক থাকাকালীন প্রিমিয়ারে প্রথমবারের মতো চতুর্থ স্থানে জায়গা করে নেয় বিএসসি। বাবার দায়িত্ব কাঁধে আসায় একটু বেশিই এক্সাইটেড হাবিব, ‘প্রিমিয়ারে বিএসসির সেরা অবস্থান সেরা চারে। এটি ধরে রাখতে চাই। দুই তিনের স্বপ্ন দেখা একটু কঠিনই। যেখানে আবাহনী, মোহামেডান, ঊষা, মেরিনার্স রয়েছে। তার পরও চেষ্টার ত্রুটি থাকবে না।’
তিনি যোগ করেন, ‘সৌন্দর্য বর্ধনের নামে বাংলাদেশ স্পোর্টিং মাঠটি (সাবেক পাকিস্তান মাঠ) ভেঙে ফেলা হয় ৪ বছর আগে। দক্ষিণ পাশে ৫তলা ভবন করা হয়েছে। বলেছে আমাদেরকে দোতলা দেয়া হবে। ক্লাব কর্মকতা, খেলোয়াড়রা গত চার বছর ধরে ভাসমান। প্রিমিয়ারে খেলতে আসা বিদেশীদের ভাড়া করা বাসায় রাখা হয়েছিল। স্থানীয় প্লেয়াররা একটা স্কুলে ক্যাম্প করেছে।’
আয়ের উৎস নিয়ে হাবিব উল্লাহ জানান, ‘ক্লাবের মেম্বার রয়েছেন ৭১ জন। তাদের চাঁদায় চলে ক্লাবটি। অনেকে আবার অনিয়মিত। অল্পের মাঝেই আমরা বিশাল সুখ খোঁজার চেষ্টা করি।’


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল