১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বাবার পর বাংলাদেশ স্পোর্টিংয়ের দায়িত্বে ছেলে

-


বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের (বিএসসি) জন্ম ১৯৩৯ সালে। তখন নাম ছিল ঢাকা মুসলিম বয়েজ ক্লাব (ডিএমবিসি)। ১৯৪৭ সালে নতুন নাম হয় পাকিস্তান স্পোর্টিং ক্লাব (পিএসসি)। ১৯৭১ সালে নতুন নামকরণ হয় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব (বিএসসি)। মো : নুরুল্লাহ পাকিস্তান পিরিয়ড থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে ছিলেন। এরপর ক্রমান্বয়ে আব্দুর রহমান মাহবুব, মো: ওবায়েদ হোসেন, মো: আব্দুস সামাদ, হাজী মো: হুমায়ুন, মোস্তাক হোসেন মনার হাত হয়ে ক্লাবটির দায়িত্ব এসে পড়ে মো: হাবিব উল্লাহ কাঁধে। পাকিস্তান ও বাংলাদেশ পিরিয়ডে হাল ধরা মো: নুরুল্লার ছেলে এই হাবিব উল্লাহ।

এরপর বাংলাদেশ স্পোর্টিংয়ে হকি সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত যত বিদেশী বিএসসিতে খেলতে এসেছেন সবই তার হাত ধরে। ২০২১-২০২২ সালে হাবিব উল্লাহ যুগ্ম সম্পাদক থাকাকালীন প্রিমিয়ারে প্রথমবারের মতো চতুর্থ স্থানে জায়গা করে নেয় বিএসসি। বাবার দায়িত্ব কাঁধে আসায় একটু বেশিই এক্সাইটেড হাবিব, ‘প্রিমিয়ারে বিএসসির সেরা অবস্থান সেরা চারে। এটি ধরে রাখতে চাই। দুই তিনের স্বপ্ন দেখা একটু কঠিনই। যেখানে আবাহনী, মোহামেডান, ঊষা, মেরিনার্স রয়েছে। তার পরও চেষ্টার ত্রুটি থাকবে না।’
তিনি যোগ করেন, ‘সৌন্দর্য বর্ধনের নামে বাংলাদেশ স্পোর্টিং মাঠটি (সাবেক পাকিস্তান মাঠ) ভেঙে ফেলা হয় ৪ বছর আগে। দক্ষিণ পাশে ৫তলা ভবন করা হয়েছে। বলেছে আমাদেরকে দোতলা দেয়া হবে। ক্লাব কর্মকতা, খেলোয়াড়রা গত চার বছর ধরে ভাসমান। প্রিমিয়ারে খেলতে আসা বিদেশীদের ভাড়া করা বাসায় রাখা হয়েছিল। স্থানীয় প্লেয়াররা একটা স্কুলে ক্যাম্প করেছে।’
আয়ের উৎস নিয়ে হাবিব উল্লাহ জানান, ‘ক্লাবের মেম্বার রয়েছেন ৭১ জন। তাদের চাঁদায় চলে ক্লাবটি। অনেকে আবার অনিয়মিত। অল্পের মাঝেই আমরা বিশাল সুখ খোঁজার চেষ্টা করি।’


আরো সংবাদ



premium cement
ঘন কুয়াশায় ছেয়ে গেছে নীলফামারী লস অ্যাঞ্জেলেসে দাবানল : বাতাসের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাইকে খালাস টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সিএ প্রেস উইং কাতার বলছে ইসরাইল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুনে একাধিক রিসোর্ট পুড়ে ছাই ছাগলকাণ্ড : অবশেষে মতিউর ও স্ত্রী লাকি গ্রেফতার আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ সংস্কার কমিশন

সকল