১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বাবার পর বাংলাদেশ স্পোর্টিংয়ের দায়িত্বে ছেলে

-


বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের (বিএসসি) জন্ম ১৯৩৯ সালে। তখন নাম ছিল ঢাকা মুসলিম বয়েজ ক্লাব (ডিএমবিসি)। ১৯৪৭ সালে নতুন নাম হয় পাকিস্তান স্পোর্টিং ক্লাব (পিএসসি)। ১৯৭১ সালে নতুন নামকরণ হয় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব (বিএসসি)। মো : নুরুল্লাহ পাকিস্তান পিরিয়ড থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে ছিলেন। এরপর ক্রমান্বয়ে আব্দুর রহমান মাহবুব, মো: ওবায়েদ হোসেন, মো: আব্দুস সামাদ, হাজী মো: হুমায়ুন, মোস্তাক হোসেন মনার হাত হয়ে ক্লাবটির দায়িত্ব এসে পড়ে মো: হাবিব উল্লাহ কাঁধে। পাকিস্তান ও বাংলাদেশ পিরিয়ডে হাল ধরা মো: নুরুল্লার ছেলে এই হাবিব উল্লাহ।

এরপর বাংলাদেশ স্পোর্টিংয়ে হকি সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত যত বিদেশী বিএসসিতে খেলতে এসেছেন সবই তার হাত ধরে। ২০২১-২০২২ সালে হাবিব উল্লাহ যুগ্ম সম্পাদক থাকাকালীন প্রিমিয়ারে প্রথমবারের মতো চতুর্থ স্থানে জায়গা করে নেয় বিএসসি। বাবার দায়িত্ব কাঁধে আসায় একটু বেশিই এক্সাইটেড হাবিব, ‘প্রিমিয়ারে বিএসসির সেরা অবস্থান সেরা চারে। এটি ধরে রাখতে চাই। দুই তিনের স্বপ্ন দেখা একটু কঠিনই। যেখানে আবাহনী, মোহামেডান, ঊষা, মেরিনার্স রয়েছে। তার পরও চেষ্টার ত্রুটি থাকবে না।’
তিনি যোগ করেন, ‘সৌন্দর্য বর্ধনের নামে বাংলাদেশ স্পোর্টিং মাঠটি (সাবেক পাকিস্তান মাঠ) ভেঙে ফেলা হয় ৪ বছর আগে। দক্ষিণ পাশে ৫তলা ভবন করা হয়েছে। বলেছে আমাদেরকে দোতলা দেয়া হবে। ক্লাব কর্মকতা, খেলোয়াড়রা গত চার বছর ধরে ভাসমান। প্রিমিয়ারে খেলতে আসা বিদেশীদের ভাড়া করা বাসায় রাখা হয়েছিল। স্থানীয় প্লেয়াররা একটা স্কুলে ক্যাম্প করেছে।’
আয়ের উৎস নিয়ে হাবিব উল্লাহ জানান, ‘ক্লাবের মেম্বার রয়েছেন ৭১ জন। তাদের চাঁদায় চলে ক্লাবটি। অনেকে আবার অনিয়মিত। অল্পের মাঝেই আমরা বিশাল সুখ খোঁজার চেষ্টা করি।’


আরো সংবাদ



premium cement
জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ফ্যাসিবাদ ঠেকানোর দায়িত্ব সবাইকে নিতে হবে : দুদু

সকল