১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

দ্বিতীয় ম্যাচে আত্মবিশ্বাসী ফুটবলাররা

থিম্পুতে অনুশীলন বাংলাদেশ ফুটবল দলের : বাফুফে -


গত বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামার আগে সংশয় কাজ করছিল বাংলাদেশের ফুটবলারদের মাঝে। আট বছর পর এই স্টেডিয়ামেই যে বাংলাদেশকে প্রথম হারের লজ্জা দিয়েছিল ভুটানিজরা। আট বছর পর সে মাঠেই বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। দুই দেশের ১৫ বারের দেখায় থিম্পুতে প্রথম জয় পেলো বাংলাদেশ। ফাঁক তালে পাওয়া গোলে লিড নিয়ে সেই গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়াটা কৃতিত্বই ছিল লাল-সবুজদের। সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুট উুঁচতে থিম্পু শহরের মাঠে ম্যাচ খেলতে গিয়ে দম নিতে কষ্ট হচ্ছিল মোরসালিনদের। এমন প্রতিকূলতার পরও বাংলাদেশ ভুটানের বিপক্ষে ১২তম জয়।

গতকাল দলের অনুশীলন ছিল না। সকালে ঘণ্টা দুয়েক রিকভারি সেশন করেছেন ফুটবলাররা। আগামীকালের দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলেছেন দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মান। থিম্পু থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তপু বর্মন বলেছেন, ‘আমাদের যে লক্ষ্য ছিল, কোচের দর্শন ছিল সেভাবেই সব করতে পেরেছি। টিমওয়ার্কটা করার জন্য অনেক পরিশ্রম করেছি। সাত দিন আগে এখানে আসায় অনেক উপকার হয়েছে। এখানকার কন্ডিশনের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিতে পেরেছি। প্লান মোতাবেকই খেলেছি। তাড়াহুড়া করিনি বিধায় প্রথম ম্যাচ জয়ের ক্ষেত্রে কাজে দিয়েছে।’
পরের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচ জয় ছাড়া বিকল্প নেই। প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেটা আমরা জিতেছি। আমাদের আত্মবিশ্বাস এখন উঁচুতে। আগের ম্যাচের মতো সবকিছু দিয়ে খেলতে পারি তাহলে অধিনায়ক হিসেবে মনে করি অবশ্যই আমরা জিততে পারব।’

দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘প্রথম ম্যাচের রিকভারির জন্য সকাল ১০টা থেকে দুপুর ১২টা সেশন ছিল। রিকভারির জন্য সবাই ফান, গেমস যা দরকার করেছে। রাকিব প্রথম ম্যাচে চোট পেয়েছিল। তার চিকিৎসা চলছে। অনেক দিন গ্যাপের কারণে প্রথম ম্যাচের আগে সবার একটা টেনশন কাজ করছিল। আরো একটা কারণ ছিল এই মাঠে আগের ম্যাচটা আমরা ভালো করতে পারিনি। সব টেনশন দূর করে আমরা এক গোলে লিড নিয়ে তা ধরে রাখতে পেরেছি। সেই আত্মবিশ্বাস নিয়েই সবাই দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।’


আরো সংবাদ



premium cement
জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ফ্যাসিবাদ ঠেকানোর দায়িত্ব সবাইকে নিতে হবে : দুদু

সকল