১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

হাথুরুকে নিয়ে ইতিবাচক শান্ত

-


হাথুরুর ভীষণ প্রয়োজনের সময় পাশে দাঁড়ালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সফরে কোচের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। অধিনায়কের এই প্রশংসা বাংলাদেশের কোচ হিসেবে হাথুরুর টিকে থাকায় অনেক বড় ভূমিকা রাখবে বলেই সংশ্লিষ্টদের ধারণা।
ভারত সফরে লঙ্কান এ কোচই দায়িত্বে থাকছেন। এরই মধ্যে তাকে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। তবে ভারত সিরিজের পর কী হবে, সে অনিশ্চয়তা রয়েই গেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুর সাথে বিসিবির চুক্তি।
পাকিস্তানকে ২-০তে হোয়াইটওয়াশ করে গত বুধবার রাতে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। পাকিস্তান থেকে ছুটিতে যাওয়ার কথা থাকলেও দলের সাথে ঢাকা ফিরেছেন কোচ। ভারত সফরের প্রস্তুতি ঠিকঠাক নেয়ার জন্যই ছুটিতে যাননি হাথুরু। ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ। হাথুরুকে ভারত সফরে মনোযোগ দিতেই বিসিবি থেকে বলা হয়েছে। এর পেছনে যে পাকিস্তান সিরিজের ফলাফল বড় ভূমিকা রেখেছে, সেটা বলার অপেক্ষা রাখে না।
নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ‘কোচের সাথে ক্রিকেটাররা খুবই পরিষ্কার এবং খুবই সাপোর্টিভ ছিলেন তিনি। প্রত্যেক ক্রিকেটারকে উপযুক্ত পরিকল্পনা দিয়েছেন এবং ড্রেসিংরুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে ক্রিকেটার পারফর্ম করেছে, যে করেনি, সবাই সবার পাশে ছিল।’

প্রস্তাব পেলে ভেবে দেখবেন মুশতাক
পাকিস্তানে সফলতম সফর শেষে ছুটিতে গেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি থাকবেন। ওই আসর শেষেই তার সাথে বিসিবির চুক্তি শেষ হবে। এরপর কে হবেন বাংলাদেশের প্রধান কোচ? পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ গত এপ্রিলে টি-২০ বিশ্বকাপের আগে দুই মাসের চুক্তিতে বাংলাদেশের স্পিন পরামর্শক হয়েছিলেন।
মুশতাকের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশের প্রধান কোচ হওয়ার ইচ্ছা আছে কিনা। জবাবে পাকিস্তানের সাবেক এই স্পিনার বলেন, ‘আমার কাছে প্রস্তাব এলে আমি অবশ্যই বিষয়টি ভেবে দেখব। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমার দিকটাও দেখতে হবে, ভাবতে হবে। আমি এই দলটার সাথে কাজ করে উপভোগ করেছি। পরে কোনো প্রস্তাব এলে ভেবে দেখব।’

 


আরো সংবাদ



premium cement
লস অ্যাঞ্জেলেসে দাবানল : বাতাসের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়া-তারেকসহ সবাই খালাস টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সিএ প্রেস উইং কাতার বলছে ইসরাইল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুনে একাধিক রিসোর্ট পুড়ে ছাই ছাগলকাণ্ড : অবশেষে মতিউর ও স্ত্রী লাকি গ্রেফতার আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ সংস্কার কমিশন দুই কক্ষ, পাঁচ শতাধিক আসন, নারী আসনেও ভোট

সকল