১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

‘মাঠ বানাতে তো নৌকার শেপ লাগে না’

-

গোপনে ভারতে পালানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হওয়ার কথা ছিল পূর্বাচলের ‘দ্য বোট’ স্টেডিয়ামটি। যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নৌকার আদলে স্টেডিয়ামটি বানানোর কথা ছিল। তবে সরকার পরিবর্তনের পর পুরনো নকশায় স্টেডিয়াম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য সেটি ক্রিকেট বোর্ড এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছেন। আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। ফারুক মনে করেন, মাঠ বানাতে নৌকা কিংবা স্কয়ার শেপের প্রয়োজন নেই। মাঠ বানাতে যা করা প্রয়োজন সেটিই করতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিসিবি সভাপতি বলেন, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব। নাম পরিবর্তন এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।’
সবশেষ বোর্ড সভায় পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের দরপত্র বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন সিদ্ধান্ত জানানোর দিনে ফারুক আহমেদ জানিয়েছিলেন, স্টেডিয়ামের কথা বিবেচনা না করে আপাতত মাঠ নিয়ে কাজ করতে চান। অনুশীলন সুবিধার পাশাপাশি ড্রেসিংরুম ও ম্যাচ খেলার সুযোগ বাড়াতে চান। মাঠ করার লক্ষ্যে গতকাল পূর্বাচলে স্টেডিয়ামের জন্য বরাদ্দ জমি দেখতে গিয়েছিলেন তিনি। বিসিবি সভাপতির সঙ্গে ছিলেন পরিচালক খালেদ মাহমুদ সুজন, আকরাম খান, ইফতেখার আহমেদ মিঠু, নাজমূল আবেদীন ফাহিম, কাজী ইনাম, ফাহিম সিনহা, মঞ্জুরুল ইসলাম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। পরিদর্শন শেষে জানিয়েছেন, দ্রুতই মাঠের কাজ শুরু করা হবে।
এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘দায়িত্ব নেয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’
তিনি যোগ করেন, ‘আমরা ধাপে ধাপে যাবো। এখানে দুটো মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এ মুহূর্তে আমরা এত বাজেট অ্যাফোর্ড করতে পারব না। সে জন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তার পর পাশের মাঠটি করার চেষ্টা করব। দ্রুতই মাঠের কাজ শুরু করবো। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন। বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট-অনেক খেলা। এখন সে জন্য মাঠটা তৈরি করব।’


আরো সংবাদ



premium cement
উত্তাল সাগর ভারী বৃষ্টি দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে আজ থেকে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতিতে আটকে গেছে অনেক শিক্ষকের বেতন বাংলাদেশে পেঁয়াজ রফতানিতে ভারতের শুল্ক প্রত্যাহার গাজায় এক পরিবারের ১১ সদস্যকে হত্যা ইসরাইলের ‘ছাত্র-জনতার গণবিপ্লবে প্রতিটি স্লোগানই ছিল অনন্য কবিতা’ ময়মনসিংহে স্বামী-স্ত্রী কুমিল্লায় দাদী-নাতি নিহত কৃষি প্রকল্পের কনসালট্যান্ট যেন রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের নির্বাচন কমিশন নিয়োগে বিদ্যমান আইন ত্রুটিপূর্ণ সংস্কারের প্রস্তাব সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যামামলা প্রতিশ্রুতির লঙ্ঘন

সকল