১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শীর্ষ পর্যায়ে খেলতে চায় তারেক রহমান স্পোর্টিং

-

শেখ রাসেল ক্রীড়া চক্র এবং লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ২০১০ সালে যাত্রা শুরু করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ধানমন্ডি ক্লাবই পরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব না ধারণ করে। এই দুই ক্লাব পরবর্তীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ফেডারেশন কাপও ঘরে তুলেছে। দেশের গণ্ডি পেরিয়ে এএফসির আসরেও দেশের প্রতিনিধিত্ব করেছে। সেখানে ২০১০ সালে প্রতিষ্ঠিত তারেক রহমান স্পোর্টিং ক্লাব আটকা আছে পাইওনিয়ার লিগেই। কখনই এই টুর্নামেন্টের সেমিফাইনালেও খেলতে পারেনি। বড় অর্জন অনূর্ধ্ব-১৬ পাইওনিয়ার লিগে ২০১৪ ও ২০১৮ সালে সুপার লিগ পর্যন্ত খেলা। তবে রাজনৈতিক পট পরবির্তনে এখন এই তারেক রহমান স্পোর্টিং ক্লাবকে আরো ভালো করতে চান ক্লাবটির কর্মকর্তার। গতকাল খিলগাঁওয়ের জোড়পুকুর পাড় মাঠে ক্লাবের ফুটবলারদের মাঝে জার্সি বিতরণের সময় দলকে পর্যায়ক্রমে আরো উপরে তোলার কথা বলেন ক্লাবের চেয়ারম্যান বিএনপি নেতা ও সাবেক ডাকসু জিএস খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
তিন শতাধিক ফুটবলারকে নিয়ে প্রতিদিনই সকালে জোড়পুকুর পাড়ের মাঠে অনুশীলন চলে ক্লাবটির। এত ফুটবলার হওয়া সত্ত্বেও কোচ মাত্র তিনজন। টাকার অভাবেই বেশি কোচ নেয়া সম্ভব হয় না। তবে যারা এই ক্লাবে অনুশীলনে আসেন তাদের কোনো টাকা দিতে হয় না। একেবারেই ফ্রি। জানান সাধারণ সম্পাদক কাম কোচ ফারুক আহমেদ। অবশ্য এবার ভালো দল গড়ে দলকে তৃতীয় বিভাগে তোলার কথা জানান তিনি। চেয়ারম্যান খায়রুল কবির খোকন জানালেন, আমরা পর্যায়ক্রমে এই ক্লাবকে একেবারে দেশের শীর্ষ পর্যায় পর্যন্ত নিতে চাই। এরপর এএফসির আসরেও খেলার ইচ্ছে।’ খোকন ও ফারুক দুই জনই জানালেন, বিগত হাসিনা সরকারের সময় তাদের বেশ সমস্যাই হয়েছিল পাইওনিয়ারে। ফারুক পরিষ্কার করেন বিষয়টি। ‘প্রতিবারই বাফুফে আমাদেরকে পাইওনিয়ারে খেলতে বাধা দিত নামের কারণে। কারণ নামটি যে তারেক রহমানের নামে। এরপর আমাদের নানা জায়গায় তদবির করে খেলার অনুমতি নিতে হতো। এবার তো একপর্যায়ে বাদের খাতাতেই ছিল এই ক্লাব। কিন্তু পট পরিবর্তনের সাথে সাথেই বাফুফের লিগ কমিটি থেকে আমাদের সাথে যোগাযোগ করে খেলার অনুমতির কথা জানায়।’
পুরুষ ফুটবল দলের সাথে মহিলাদেরও অনুশীলন করানো হয় তারেক রহমান স্পোর্টিং ক্লাবে। নামের কারণেই মহিলা লিগে গতবার অনুমতি পায়নি বলে অভিযোগ ফারুকের। তবে আগামীতে এই ক্লাব মহিলা লিগেও খেলতে। ঘোষণা ক্লাব সেক্রেটারির।


আরো সংবাদ



premium cement
উত্তাল সাগর ভারী বৃষ্টি দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে আজ থেকে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতিতে আটকে গেছে অনেক শিক্ষকের বেতন বাংলাদেশে পেঁয়াজ রফতানিতে ভারতের শুল্ক প্রত্যাহার গাজায় এক পরিবারের ১১ সদস্যকে হত্যা ইসরাইলের ‘ছাত্র-জনতার গণবিপ্লবে প্রতিটি স্লোগানই ছিল অনন্য কবিতা’ ময়মনসিংহে স্বামী-স্ত্রী কুমিল্লায় দাদী-নাতি নিহত কৃষি প্রকল্পের কনসালট্যান্ট যেন রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের নির্বাচন কমিশন নিয়োগে বিদ্যমান আইন ত্রুটিপূর্ণ সংস্কারের প্রস্তাব সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যামামলা প্রতিশ্রুতির লঙ্ঘন

সকল