১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

প্যারিস অলিম্পিক কর্নার

-


ছিনতাইয়ের কবলে জিকো
ক্রীড়া ডেস্ক
১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার জিকো। এরপর টাইব্রেকারে তিনি গোল করলেও অপর তারকা সক্রেটিসের মিস শেষ পর্যন্ত হারতে বাধ্য করে ব্রাজিলকে। এবার সেই জিকো ফ্রান্স সফরে গিয়ে পড়লেন ডাকাতের কবলে। প্যারিস অলিম্পিকে ব্রাজিল দলের ডেলিগেট জিকো। প্যারিসের রাস্তায় তার ব্রিফকেস ছিনিয়ে নেয় এক ছিনতাইকারী। এই ব্রিফকেসে ৪,২০,০০০ ইউরো মূল্যের সামগ্রী ছিল বলে জিকো অভিযোগ করেন ফ্রান্স পুলিশের কাছে। এর মধ্যে ছিল রোলেক্স ঘড়ি, হিরার চেইন ও নগদ মুদ্রা। হোটেল থেকে বেরিয়ে ট্যাক্সিতে ওঠার সময় দুই ছিনতাইকারীর একজন ড্রাইভারকে আক্রমণ করে। অন্যজন ট্যাক্সির পেছনে থাকা জিকোর ব্রিফকেস নিয়ে পালায়। এদিকে আর্জেন্টিনা ফুটবল দল যখন অনুশীলনে ছিল তখন হোটেল থেকে খেলোয়াড়র বেশ কিছু জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ করেছে আর্জেন্টিনা। সূত্র : মার্কা

পতিতালয় উচ্ছেদ
ক্রীড়া ডেস্ক
অলিম্পিক গেমস উপলক্ষে প্যারিস শহরকে অপরাধ মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। এরই অংশ হিসেবে শহরের তিনটি পতিতালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। সূত্র : মার্কা

বিমানবন্দরে বোমা আতঙ্ক
ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল গতকাল। এর আগে প্যারিসের মেট্রো রেল সার্ভিসের ইন্টারনেট অচল হয়ে গেছে। এটিকে নাশকতা বলা হচ্ছে। এতে বিভিন্ন রুটের মেট্রো সার্ভিস বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে পূর্ব ফ্রান্সের বিমানবন্দরে বোমা হামলার হুমকিতে খালি করে দেয়া হয়েছে পুরো বিমানবন্দর। বিলম্বে ছেড়েছে এয়ার ফ্রান্সের বিমান। সূত্র : মার্কা


সিন নদীর পানি পরিষ্কারে বিশাল খরচ
ক্রীড়া ডেস্ক
প্যারিসের সিন নদীর ওপর শুধু এবারের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানই হবে না এই নদী একই সাথে ট্রায়াথলন এবং উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতারও ভেনু। তবে সেই ১৯২৩ সাল থেকে এই নদীতে সাঁতার ও ডাইভিং নিষিদ্ধ করা হয় পানি নোংরা এবং এতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকায়। তবে অলিম্পিক গেমস উপলক্ষে এই নদীর পানি পরিষ্কার তথা বিশুদ্ধ করতে বিশাল অঙ্কের অর্থ খরচ হয়েছে; তা সরকারের সহায়তায়।

এবারো দাপট দেখাবে মার্কিন কুস্তিগীররা
ক্রীড়া ডেস্ক
২০১৬ রিও অলিম্পিক গেমসে দাপট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কুস্তিগিরদের। টোকিওতেই তারা স্বর্ণ জিতেছে। এবার প্যারিসেও তারা গলায় তুলতে চায় স্বর্ণ পদক। রিওতে স্বর্ণ জেতা কাই সানডার, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন কাইল ডাকে, বিশ্বচ্যাম্পিয়ন জেইন রাদারফোর্ড, গত বছর বিশ্ব কুস্তিকে ব্রোঞ্জ পাওয়া ম্যাসন পারিস এবং প্যান আমেরিকান গেমসে স্বর্ণজয়ী স্পানসার লিরা আছেন যুক্তরাষ্ট্র দলে। এদের নিয়েই ৬ স্বর্ণ জয়ের স্বপ্ন তাদের।

অসন্তুষ্ট জার্মান সার্ফাররা
ক্রীড়া ডেস্ক
ফ্রান্স থেকে ১৬ হাজার কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র তাহিতিতে হবে এবারের অলিম্পিক গেমের সার্ফিং ইভেন্ট। বিভিন্ন দেশের সার্ফারদের বিলাসবহুল জাহাজে রাখা হচ্ছে। তারা উপভোগ করতে পারছেন তাহিতি দ্বীপের সৌন্দর্য। তবে জাহাজের এই পার্টি মুডের পরিবেশে বিরক্ত জার্মানির দুই সার্ফার। সাথে নিউজিল্যান্ডের প্রতিযোগীরাও। মোট ২৮ জন সার্ফার অবস্থান করছেন তাহিতিতে।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল