১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সাগরিকার হ্যাটট্রিকে বড় জয়

ভুটান ১-৫ বাংলাদেশ; (প্রেমা) : (সাগরিকা ৩, সাবিনা, রিতু)
-

২০১৬ সালে ভুটানের থিম্পুতে প্রথম সফরেই স্বাগতিকদের কাছে হার বাংলাদেশ পুরুষ দলের। এবার প্রথমবারের মতো ভুটান সফর করছে বাংলাদেশ মহিলা দলও। গতকাল তাদের উপরও ভর করতে বসেছিল প্রথম হারের শংকা। চালিংমিথান স্টেডিয়ামে প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। যদিও বিরতির পর ঘুরে দাঁড়ানো সাবিনা খাতুনদের। তাই শেষ পর্যন্ত সাগরিকার হ্যাটট্রিকে বড় জয়েই প্রথম ম্যাচ শেষ করা পিটার জেমস বাটলার বাহিনীর। ৫-১ গোলে এই ফিফা প্রীতি ম্যাচে জিতে সাফ চ্যাম্পিয়নরা এখন ২৭ তারিখের পরের ম্যাচের অপেক্ষায়।

ভুল করার জন্য দুর্নাম আছে বাংলাদেশ কিপার রুপনা চাকমার। ১৩ মিনিটে তার ভুল পাস থেকেই এগিয়ে যায় ভুটান। প্রথমে বাংলাদেশ ভুটানের বক্সের সামনে ফি"-কিক পায়। মারিয়া মান্ডার সেই গড়ানো ফি"-কিক বিপক্ষ দেয়ালে প্রতিহত হওয়ার পর কাউন্টার অ্যাকাটে বল চলে আসে বাংলাদেশের সীমানায়। রুপনা বিপদ বুঝে এগিয়ে এসে সে বল কিয়ার করলেও তা জমা পড়েনি বাংলাদেশ ডিফেন্ডারের কাছে। ফলে সেই বলে মাটি কামড়ানো শটে রুপনাকে পরাস্ত ভুটানের ফরোয়ার্ড প্রেমা। এরপর ৩৫ মিনিটে পাহাড়ী দেশটি হারায় দ্বিতীয় গোলের সুযোগ। তাদের এক খেলোয়াড়ের শট ক্রসবারে প্রতিহত হলে ব্যবধান বাড়াতে পারেনি তারা।

অবশ্য বিরতির পর ভিন্ন রূপে আর্বিভুত হয় বাংলাদেশ। ৪৯ মিনিটে অনূর্ধ্ব-১৯ সাফের হিরোইন মোসাম্মৎ সাগরিকার গোলে সমতা আনে তারা। এরপর শুরু এগিয়ে যাওয়া। কিছুক্ষন পরেই লিড বাংলাদেশের। ৫২ মিনিটে সাগরিকার ক্রস গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে গেলে ফিরতি বলে গোল করেন অধিনায়ক সাবিনা।
৫৫ মিনিটে রিতু পর্নার শট জালে গেলে ব্যবধান বাড়ে। এরপর ৭৬ ও ৯০ মিনিটে জোড়া গোল করে সিনিয়র দলে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান সাগরিকা।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল