১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টেস্টে ৪০ হাজার ডেলিভারি অ্যান্ডারসনের

-

ক্যারিয়ারজুড়ে শুধু টেস্ট ক্রিকেটে জেমস অ্যান্ডারসন কত কী রেকর্ড গড়েছেন, কত কী কীর্তি গড়েছেন। যাওয়ার সময়ও গড়ে যাচ্ছেন রেকর্ড। শেন ওয়ার্নের ৭০৮ উইকেটের কীর্তিতে ভাগ বসানো হচ্ছে না কিংবা মুরালির সমান ৮০০ উইকেটের ক্লাবেও যাওয়া হবে না। তবে ৭০০ উইকেটের ক্লাবে থাকা বাকি দুই ক্রিকেটারের মতো তিনিও প্রবেশ করলেন নতুন ক্লাবে। গড়লেন আরো একটা কীর্তি। ১৮৮ টেস্ট খেলা এই পেসার এখন পর্যন্ত বল করছেন ৩৫০তম ইনিংসে। এখন পর্যন্ত বল করেছেন ৪০,০০১টি। টেস্ট ক্রিকেটে চতুর্থ বোলার হিসেবে স্পর্শ করলেন ৪০ হাজার ডেলিভারির মাইলফলক।
আগের তিনজনের সবাই ছিলেন স্পিনার। টেস্টে সবচেয়ে বেশি ডেলিভারি করা বোলার লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। মুরালি ২৩০ ইনিংসে বল করেছেন ৪৪,০৩৯ বল। দুইয়ে আছেন অনিল কুম্বলে। টেস্টে ৬১৯ উইকেট শিকারি এই লেগ স্পিনার ২৩৬ ইনিংস বল করেছেন ৪০,৮৫০ টি। অ্যান্ডারসনের ওপরেই আছেন শেন ওয়ার্ন। তার ইনিংস ২৭৩টি। ৭০৮ উইকেট শিকার করতে বল করেছেন ৪০,৭০৫টি।
আন্তর্জাতিক ক্রিকেটেও জিমি গতকাল স্পর্শ করেছেন ৫০ হাজার ডেলিভারির মাইলফলক। ৫৬০ ইনিংসে তার করা ডেলিভারি সংখ্যা ৫০,০০৭টি। তিন ফরম্যাট মিলিয়ে এখানেও তার আগে তিন স্পিনারই। ৫৮৩ ইনিংসে মুত্তিয়া মুরালিধরন বল করেছেন ৬৩,১৩২টি। ৬০ হাজারের বেশি বল করা একমাত্র বোলারই এই লঙ্কানই।
এ দিকে জেমস অ্যান্ডারসনকে জয় দিয়েই বিদায় জানাল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্ট সিরিজে গতকাল ইনিংস ও ১১৪ রানে জিতেছে ইংলিশরা। প্রথম ইনিংসে অভিষিক্ত গাস অ্যাটকিনসনের তোপে ১২১ রানেই অলআউট হয়েছিল ক্যারিবীয়রা। জবাবে প্রথম ইনিসে ৩৭১ রানে থামে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আবার অ্যাটকিনসনের ৫ উইকেটের সুবাদে ১৩৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অ্যাটকিনসন।


আরো সংবাদ



premium cement