পাকিস্তান যাবে না ভারতীয় দল
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ জুলাই ২০২৪, ০০:০৫
আগামী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজনের জন্য আইসিসিকে জানাবে বিসিসিআই। এমনটাই সংবাদ মাধ্যম এএনআইকে বলেছেন বিসিসিআইর এক কর্তা। ‘২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। দুবাই বা শ্রীলঙ্কার মাটিতে ভারতের ম্যাচগুলো আয়োজনের জন্য অনুরোধ করবে বিসিসিআই।’
২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। ২০১৩ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল দুই দল। এর পর থেকে শুধু আইসিসি বা এসিসির কোনো ইভেন্টে একে অপরের মুখোমুখি হয় তারা।
ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ, সূচি ও ভেনুর একটি খসড়া তৈরি করে আইসিসির কাছে পাঠিয়েছে পিসিবি। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন করতে আগ্রহী পিসিবি। প্রস্তাবিত খসড়ায় ‘এ’ গ্রুপে পাকিস্তানের সাথে আছে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড। অন্য গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
সব দেশের বোর্ডপ্রধানদের সাথে আলোচনা হলেও এখন পর্যন্ত বিসিসিআইর সাথে আলোচনা হয়নি আইসিসির। আইসিসি বোর্ডের এক সদস্য পিটিআইকে বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশের সব বোর্ড প্রধানরা (বিসিসিআই বাদে) টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা