সংক্ষিপ্ত সংবাদ
- ১২ জুলাই ২০২৪, ০০:০৫
বাফুফের নির্বাচনী সভা স্থগিত!
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনী সভা আগামীকাল শনিবার হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ৪৮ ঘণ্টা আগে তা স্থগিত করা হয়েছে। গতকাল সকালে নির্বাহী কমিটির সদস্যদের খুদে বার্তার মাধ্যমে বাফুফে সচিবালয় শনিবারের সভা স্থগিতের বিষয়টি জানায়।
অনূর্ধ্ব-১৮ এর জয় অনূর্ধ্ব-২০ এর ড্র
ক্রীড়া প্রতিবেদক
ভারতের জয়পুরে চলমান এএইচএফ পুরুষ ট্রফিতে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল ৪৬-২৬ গোলে নেপালকে হারায়। তবে অনূর্ধ্ব-২০ দল ২৯-২৯ গোলে ড্র করে নেপালের সাথে। পরশু অবশ্য অনূর্ধ্ব-২০ দল ভারতের কাছে ২৬-৪৬ গোলে এবং অনূর্ধ্ব-১৮ দল ৩৫-৪৫ গোলে ভারতের কাছে পরাজিত হয়।
জয়ী সেনাবাহিনী-বিজিবি-পুলিশ
ক্রীড়া প্রতিবেদক
স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগে জিতেছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। গতকাল দিনের প্রথম খেলায় সেনাবাহিনী ৬৪-২০ পয়েন্টে বাংলাদেশ আনসারকে, অন্য ম্যাচে বিজিবি ৬৭-১৩ পয়েন্টে আনসারকেই এবং শেষ ম্যাচে পুলিশ ৪৩-৩৩ পয়েন্টে হারিয়েছে ফায়ার সার্ভিসকে।
স্বাধীনতা জয়ী
ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা গ্রুপ সিনিয়র ডিভিশন ফুটবল লিগে গতকাল জয় পেয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। সাইফুল্লাহর গোলে তাদের ১-০তে জয় যাত্রাবাড়ী ঝটিকার সংসদের বিপক্ষে। গোলশূন্য ড্র করেছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও সাধারণ বীমা। ১-১ এ শেষ হয় কসাইটুলি সমাজ কল্যাণ পরিষদ ও ইস্টঅ্যান্ডের খেলা। কসাইটুলির দিদার ও ইস্টঅ্যান্ডের শাওন গোল করেন।
নড়াইলে কাবাডিতে সদর থানা পুলিশ চ্যাম্পিয়ন
নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৪-এ পুরুষ ও মহিলা উভয় গ্রুপে জেলাপর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল সদর থানা পুলিশ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গতকাল পুরুষ বিভাগে লোহাগড়া থানা পুলিশ ও মহিলা বিভাগে নড়াগাতী থানা পুলিশ রানার্সআপ হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। আর পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পুলিশ সুপার মেহেদী হাসান।
বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল
ক্রীড়া প্রতিবেদক
আগামী ১৮ আগস্ট থেকে নেপালে শুরু হতে যাচ্ছে সাফ পুরুষ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। দশরথ স্টেডিয়ামে দুই গ্রুপে অংশ নিবে ৬ দেশ। এ- গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। বি-গ্রুপে ভারত, মালদ্বীপ ও ভুটান। ১৮ আগস্ট শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৯ আগস্ট ভুটানের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশের সাফ মিশন শুরু হবে ২০ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২২ আগস্ট দ্বিতীয় ম্যাচে খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে।
হারের দায় নিলেন বিয়েলসা
ক্রীড়া প্রতিবেদক
শুরুতে গোল হজম করলেও তার জবাব দেয়ার যথেষ্ট সময় ও সুযোগ এসেছিল উরুগুয়ের। আরেকটা সুবিধা ছিল যে, কলম্বিয়া খেলোয়াড় সংখ্যা হয়ে গিয়েছিল ১০ জন। সব মিলিয়ে কোপার ১৫ বারের চ্যাম্পিয়নদের সামনে সুযোগ ছিল ম্যাচে ফেরার, এমনকি ম্যাচটি নিজেদের করে নেয়ার। কিন্তু ২০১১ সালের কোপা চ্যাম্পিয়নরা কাজে লাগাতে পারেনি। এই হারের দায় মাথা পেতে নিয়েছেন উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা।
‘আপনি যদি দুটো দলের ব্যক্তিগত প্রতিভাগুলোর দিকে তাকান, তাহলে উরুগুয়ের সামনে ম্যাচটা জেতার সুযোগ ছিল বেশি। কিন্তু আমরা পার্থক্য গড়তে পারিনি। যদিও একটা সময় মনে করেছিলাম, আমরা বুঝি কাজটা করতে পারব। আপনি যদি দুই দলের খেলার দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। আমার খেলোয়াড় ছিল প্রতিপক্ষের চেয়ে ভালো। এ দল নিয়েও ফল আনতে না পারায় দায় আমার।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা