ভারতের কোচ গম্ভীর
- ক্রীড়া ডেস্ক
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। এক বিবৃতিতে গত পরশু রাতে দেশটির সাবেক এই ব্যাটারকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের প্রধান কোচ হওয়াকে বড় সম্মানের বলে উল্লেখ করেছেন ৪২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। এক বিবৃতিতে গম্ভীর বলেন, ‘খেলোয়াড়ি জীবনে ভারতের জার্সি গায়ে সব সময় আমাকে গর্বিত করেছে। কোচ হিসেবে নতুন ভূমিকায়ও কোনো ব্যতিক্রম হবে না।’
২০০৩ সালে ওয়ানডে দিয়ে অভিষেকের পর ভারতের হয়ে ১৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করেছেন গম্ভীর। একমাত্র ভারতীয় ও বিশে^র চতুর্থ খেলোয়াড় হিসেবে টানা পাঁচ টেস্টে সেঞ্চুরি রেকর্ড আছে তার। এ তালিকায় অন্য তিন ব্যাটার হলেন- অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ।
২০০৭ সালে টি-২০ ও ২০১১ সালে ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন গম্ভীর। সর্বশেষ আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাবেক এই ব্যাটার। চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফর দিয়ে ভারতের কোচ হিসেবে পথচলা শুরু করবেন গম্ভীর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা