০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বসুন্ধরা কিংসের নতুন কোচ ভ্যালেরিও

-

রোমানিয়ান কোচ এবার বাংলাদেশের ক্লাবে। বসুন্ধরা কিংসের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন এএফসি কাপজয়ী রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা। ২০১০ সালে সিরিয়ান ক্লাব আল ইত্তিহাদ আলেপ্পোকে এএফসি কাপ জিতিয়েছেন ৫৮ বছর বয়সী এই কোচ। সিরিয়া জাতীয় দলের কোচও ছিলেন। এ ছাড়া কাজ করেছেন ইরাক, আরব আমিরাত, কুয়েত, জর্দান, লেবানন ও সৌদি আরবে। সবশেষ সৌদি আরবের আল আইনের কোচ ছিলেন তিতা।
অস্কার ব্রুজোনের বিদায়ের পর এবার বাংলাদেশের সেরা ক্লাব কিংসের দায়িত্ব নিচ্ছেন তিনি। আগের দিনই এই কোচের সাথে আপাতত এক বছরের চুক্তি চূড়ান্ত করেছে কিংস। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের দু’জন বিদেশী সহকারীকেও চূড়ান্ত করেছে কিংস। তার মধ্যে সেট পিস কোচের দায়িত্ব নিচ্ছেন রোমানিয়া জাতীয় দলের হয়ে খেলা দোরেল স্টোইকা। আর ট্রেনার হিসেবে নিয়োগ পেয়েছেন তিউনিসিয়ান খলিল চাকরো। যিনি তিতার সাথে এর আগে সৌদি আরবেও কাজ করেছেন।
অস্কার ব্রুজোনের সাথে স্প্যানিশ ট্রেনার হাভিয়ের সানচেসকেও ছেড়ে দিয়েছে কিংস। নতুন সেটআপ নিয়ে শীর্ষ পর্যায়ে নতুন শুরু হচ্ছে তাদের।


আরো সংবাদ



premium cement