বিবর্ণ শরিফুল উইকেটশূন্য
- ক্রীড়া ডেস্ক
- ১০ জুলাই ২০২৪, ০০:০৫
লঙ্কান প্রিমিয়ার লিগে গতকাল রেকর্ড গড়ে জয় পেয়েছে শরিফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকন্স। ২২৪ রানকে তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। এত রান তাড়া করে জয়ের কীর্তি নেই কোনো দলের। আগের রেকর্ডটি ছিল কলম্বো কিংসের। ২০২০ সালে টুর্নামেন্টের উদ্বোধনী আসরে ডাম্বুলা ভাইকিংসের ২০৩ রান তাড়া করে জিতেছিল কলম্বো কিংস। শরিফুল ইসলামের পারফরম্যান্স ছিল বিবর্ণ। ভালো শুরুর পর ছন্দ হারিয়ে ফেলেছেন বাংলাদেশের এই পেসার। ৩ ওভার বোলিংয়ে ৪৭ রানের বিনিময়ে ছিলেন উইকেটশূন্য। তার বিবর্ণ পারফরম্যান্সের দিনে পাথুম নিসাঙ্কা উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি। তার করা ৫৯ বলে ১১৯ সুবাদে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে জাফনা কিংয়ের সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান। বিশাল রানের পাহাড়কে তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে ২৩০ রান করলে জয় নিশ্চিত হয় ক্যান্ডি ফ্যালকন্সের। ৩৭ বলে ৮৯ রান করে ম্যাচসেরা হন দিনেশ চান্দিমাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা