০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

গোপালগঞ্জ এসসি-শেখ রাসেল-ব্রাদার্সকে জরিমানা

-

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উন্নতির পরও শেষ হওয়া ঘরোয়া মৌসুমে অংশ নেয়নি গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগে উঠে না খেলার খেসারত হিসেবে ৫ লাখ টাকা জরিমান গুনতে হবে ক্লাবটিকে। শুধু তা-ই নয়। তাদের রেলিগেটেডও করা হয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায়। গত মৌসুমে লম্বা সময় ধরে খেলোয়াড় নিবন্ধনের শেষে নিজেদের নাম প্রত্যাহার করেছিল গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচে নিয়মভঙ্গ করায় বিভিন্ন ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও আর্থিক জরিমানা করা হয়েছে। জরিমানা করা হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নকেও। শেখ রাসেলের টিম ম্যানেজার ইফতেখার রহমান ও হেড অব ডেলিগেশন হাবিবুর রহমানকে চার ম্যাচ নিষিদ্ধ ও ২৫ হাজার টাকা জরিমানা, বলবয় কালামকে ছয় মাস মাঠে নিষিদ্ধ, খেলোয়াড় মিলন, সাইফুল, মীর হোসেনকে দুই ম্যাচ নিষিদ্ধ এবং শেখ রাসেলকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাফুফে। ব্রাদার্স ইউনিয়কে ৫০ হাজার টাকা জরিমানাসহ কোচ সাব্বিরকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement