০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

ক্রিকেটারদের বোঝা উচিত কখন অবসরে যাবেন : নান্নু

-

মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সাকিব আল হাসানদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অবসর নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে বিরাট কোহলি ও রোহিত শর্মা বিশ্বকাপ জয়ের রাতেই নিজেদের অবসরের ঘোষণা দেয়ার পরই সাকিব-রিয়াদরা বেশি সমালোচিত। সমর্থক থেকে ক্রিকেট বিশ্লেষক, সবাই মতামত দিচ্ছেন তারা যেন অন্তত টি-২০ ক্রিকেটকে বিদায় বলে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাকিব-রিয়াদকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও একজন ক্রিকেটারের অবসরের সময়টা নিয়ে কিছু ধারণা দিলেন। ‘একটা খেলোয়াড় ব্যক্তিগতভাবে জানে কাকে, কখন অবসর নিতে হবে। এটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর বাইরে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল আছে তারা পরিকল্পনা করবে কোন খেলোয়াড়কে নিয়ে এগোনো যাবে, খেলানো যাবে।’
সাকিব-রিয়াদরা ফর্ম হারিয়েছেন, হতাশ করছেন। নান্নুর কথার সারাংশ, এমন দিন দেখার আগেই অবসরে যাওয়া শ্রেয়। টানলেন নিজের উদাহরণও। ‘আমার মনে হয় খেলোয়াড়দেরও পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখা উচিত। আমি কতটুকু যেতে পারব এটা চিন্তা করে এগোনো উচিত। ১৯৯৯ বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করে খেলা ছেড়ে দিয়েছি। আমি জানি কতটুকু এগোতে হবে।’


আরো সংবাদ



premium cement