০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

নয়া দিগন্ত-মার্সেল বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ

নয়া দিগন্ত ও স্পন্সর মার্সেল কর্মকর্তাদের সাথে বিশ্বকাপ ক্রিকেট কুইজ বিজয়ীরা : নয়া দিগন্ত -

মার্সেলের পৃষ্ঠপোষকতায় বিশ্বকাপ ক্রিকেট-২০২৩ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা নয়া দিগন্ত। দুই পর্বে অনুষ্ঠিত কুইজে পাঁচ ক্যাটাগরিতে মোট ১৮টি পুরস্কার দেয়া হয়। নয়া দিগন্তের বোর্ড রুমে গতকাল দুপুরে কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, স্পন্সর প্রতিষ্ঠান মার্সেলের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম (মিল্টন), অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন বাড়ৈ ও সিনিয়র ডেপুটি ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন।
নয়া দিগন্তের হেড অব মার্কেটিং আনোয়ারুল ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চিফ ফটোগ্রাফার নাসিম সিকদার, স্পোর্টস রিপোর্টার মীর মোকাম্মেল আহছান, সিনিয়র ম্যানেজার মার্কেটিং ফজলুল হক, ম্যানেজার মার্কেটিং এস এম মনিরুজ্জামান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেন, ‘প্রতিবারের মতো এবারো বিশ্বকাপ কুইজে মার্সেল আমাদের পাশে ছিল। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি, ভবিষ্যতেও যেকোনো ধরনের ইভেন্টে তাদের পাশে পাব। কুইজে বিজয়ীদের ধন্যবাদ। যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’
মার্সেলের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম (মিলটন) বলেন, যারা এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, তারা নিশ্চয়ই এসেছেন, তাদের সবাইকে অভিনন্দন। যারা পুরস্কার জিততে পারেননি, তাদের প্রতিও থাকল আমার শুভেচ্ছা। ভবিষ্যতেও মার্সেল নয়া দিগন্তের পাশে এমন ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপে একসাথে কাজ করবে- সেই প্রত্যাশ্যা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।


আরো সংবাদ



premium cement
যেতে না পারা প্রায় ১৮০০০ কর্মীকে মালয়েশিয়া পাঠানোর বিষয়ে কাজ করছে সরকার : উপদেষ্টা পলিথিন বন্ধে ১ নভেম্বর অভিযান শুরু : পরিবেশ সচিব সংলাপে কিছু মৌলিক বিষয়ে সংস্কার নিয়ে কথা বলেছি : জামায়াত আমির একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মজিবুর রহমান মাস্টার আর নেই গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত গণহত্যায় ফেনীর ৩ শহীদ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা ঘরমালিকের স্ত্রীকে নিয়ে পালাল রাজমিস্ত্রী, উল্টো প্রতিশোধ! সিলেটে সড়কে মৃত্যুর মিছিল, ২ মাসে ৪০ জন নিহত পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, দু’দেশের সম্পর্কে কী প্রভাব পড়তে পারে? দেশে আট মাসে বজ্রপাতে ২৯৭ জনের প্রাণহানি দেশ সেরা পুরস্কার পাচ্ছে ত্রিশালের কানিহারী ইউনিয়ন পরিষদ

সকল