০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে

-


কোপা আমেরিকার হেভিওয়েট কোয়ার্টার ফাইনালে আগামীকাল ব্রাজিলের মোকাবেলা করবে উরুগুয়ে। বাংলাদেশ সময় সকাল ৭টা লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। উরুগুয়ে এই গ্রীষ্মে কোপা আমেরিকায় এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমার। গ্রুপ ‘সি’তে তিন ম্যাচ জয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে লুইস সুয়ারেজের দেশটি।
পানামার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্টের সূচনা করে লা সেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল। ম্যাথিয়াস অলিভেরার ৬৬ মিনিটের একমাত্র গোলে গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে হারায় স্বাগতিক যুক্তরাষ্ট্রকে। উরুগুয়ের কোচ হিসেবে গত বছর মে মাসে দায়িত্ব নেন মার্সেলো বিয়েলসা। ৬৮ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ দায়িত্ব নেয়ার পর ১৫টি ম্যাচের মধ্যে ১০টি জিতেছে উরুগুয়ে।
কোপা আমেরিকার শিরোপা জয়ে আর্জেন্টিনার সাথে যৌথভাবে ১৫ শিরোপা নিয়ে শীর্ষে উরুগুয়ে। কিন্তু ২০১১ সালে সর্বশেষ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন হওয়ার পর লা সেলেস্তেরা গত চারটি টুর্নামেন্টের মধ্যে তিনটিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে উরুগুয়ে চলতি আসরে শিরোপা পুনরুদ্ধারের আশাবাদী। কোয়ার্টারে ব্রাজিলকে হারিয়ে সেমিতে জায়গা করে নেয়ার ব্যাপারে বদ্ধপরিকর দলটির ফুটবলাররা। কারণ তারা গত বছরের অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের তাদের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেছিল।

অন্য দিকে ব্রাজিল টানা তৃতীয় আসরে নকআউট রাউন্ডে পৌঁছেছে। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সাথে ১-১ গোলে ড্র করায় শীর্ষস্থান হাতছাড়া হয় সেলেকাওদের। প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে ০-০ গোলে ড্র’র পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারায় দরিভাল জুনিয়রের দল।
গত জানুয়ারিতে প্রধান কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর ডরিভালের অধীনে এখনো হারেনি। তার অধীনে সাতটি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে চারটি ড্র। ব্রাজিলের মারকানায় ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর শিরোপা পুনরুদ্ধারে উরুগুয়েকে হারিয়ে এগিয়ে যেতে চায় ব্রাজিল। ১০তম দক্ষিণ আমেরিকান শিরোপা জয়ের লক্ষ্যের সামনে প্রথম বাধা উরুগুয়ের বিপক্ষে দক্ষতা পরীক্ষা করতে হবে।
এখন পর্যন্ত ৭৯ বার একে অপরের মোকাবেলা করেছে ব্রাজিল ও উরুগুয়ে। এর মধ্যে ৪০ জয় নিয়ে অনেক উপরে ব্রাজিল। ১৭টি ম্যাচ ড্র আর ২২ ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। সর্বশেষ দেখায় ল্যাটিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ২-০তে হেরেছিল ব্রাজিল। কোপার কোয়ার্টার ফাইনাল ম্যাচ জয়ে রেকর্ডকে আরো সমৃদ্ধ করতে চায় ব্রাজিল ও উরুগুয়ে।
উরুগুয়ের সম্ভাব্য লাইনআপ : রোচেট, নান্দেজ, আর. আরাউজো, এম. অলিভেরা, ভিনা, উগার্তে, ভালভার্দে, পেলিস্ট্রি, দে লা ক্রুজ, সি অলিভেরা ও নুনেজ।
ব্রাজিল সম্ভাব্য লাইনআপ : অ্যালিসন, দানিলো, মিলিতাও, মারকুইনহাস, আরানা, গুইমারেস, গোমেস, রাফিনহা, পাকেটা, রদ্রিগো ও এন্ড্রিক।

 

 


আরো সংবাদ



premium cement
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ আগামী দিনে দেশে নেতৃত্বে দিবে ইসলামী ছাত্রশিবির : আব্দুর জাব্বার আশুলিয়ায় কাজে ফিরেছে পোশাক কারখানার শ্রমিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক চকরিয়ায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী শিক্ষার্থী নিহত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে, শহরজুড়ে জলাবদ্ধতা দোয়ারাবাজারে ৩ আ’লীগ নেতা গ্রেফতার ইসরাইলের সবগুলো গ্যাসক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে : আইআরজিসি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা ইয়েমেনের ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান অভিযান

সকল