পানামার সামনে শক্তিশালী কলম্বিয়া
- ক্রীড়া ডেস্ক
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করে ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকে টানা ষষ্ঠবারের মতো টুর্নামেন্টের নকআউট রাউন্ডে কলম্বিয়া। অন্য দিকে ২০১৬ সালে কোপা আমেরিকায় অভিষেক পানামার। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। চলতি আসরে তাদের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে খেলার যোগ্যতা অর্জন করেছে। কোয়ার্টার ফাইনালে আগামীকাল ভোর ৪টা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কানাডা ও কলম্বিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে।
এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে কানাডা ও কলম্বিয়া। দু’বার জয় কলম্বিয়ার। আর একটি ম্যাচ জিতেছে কানাডা। চতুর্থ সাক্ষাতে জয়ে এগিয়ে যেতে চায় কলম্বিয়া ও কানাডা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা