১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডেমিরালের গোল উদযাপন নিয়ে তদন্ত উয়েফার

-

ইউরো ২০২৪ নকআউট পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে দু’টি গোল করেছেন তুরস্কের ফুটবলার মেরিহ ডেমিরাল। তার এই দুই গোলেই কোয়ার্টারে জায়গা করে নেয় তার্কিশরা। গোল করার পর তার উদযাপনের অঙ্গভঙ্গির তদন্ত শুরু করেছে উয়েফা।
ইউরো ২০২৪ টুর্নামেন্টের সংগঠক উয়েফা গত পরশু বলেছে, লাইপজিগে অস্ট্রিয়ার বিপক্ষে তার দলের নকআউট খেলার সময় ‘অনুপযুক্ত আচরণ’ করার জন্য তুর্কিয়ে জাতীয় ফুটবল খেলোয়াড় মেরিহ ডেমিরাল বিরুদ্ধে তদন্ত করছে উয়েফা। ওই ম্যাচে একটি গোল করার পর ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার তথাকথিত নেকড়ে স্যালুট করেছিলেন, যা তুরস্কের ‘গ্রে উলভস’-এর প্রতীক। দ্বিতীয়বার জাল স্পর্শ করানোর পর তিনি হিংসাত্মক অতি-জাতীয়তাবাদী সংগঠনের সাথে যুক্ত- তর্জনী ও সামান্য আঙুল উত্থাপিত অঙ্গভঙ্গি করেছিলেন।
ডেমিরাল তার বিতর্কিত উদযাপনের অঙ্গভঙ্গি সম্পর্কে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, আমি যেভাবে উদযাপন করেছি তার সাথে আমার তুর্কিয়ে পরিচয়ের কিছু সম্পর্ক রয়েছে। তাই আমি এই অঙ্গভঙ্গি করেছি। এর পিছনে ‘কোনো গোপন বার্তা’ ছিল না।


আরো সংবাদ



premium cement