১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বসুন্ধরার কোচের দায়িত্ব ছাড়লেন অস্কার

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগমনের পর থেকেই বসুন্ধরা কিংসের কোচের দায়িত্বে অস্কার ব্রুজন। গত সিজনে তার অধীনেই ট্রেবল জয় বাংলাদেশ সেরা দলটির। ক্লাবের সাফল্য ব্যর্থতা সব কিছুর সাথেই জড়িত তিনি। তবে এই স্প্যানিশ কোচ আর বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকছেন না। নিজ থেকেই সরে গেছেন বলে জানান এই সফল কোচ। নতুন কোন ক্লাবে যোগ দেবেন সেটাও জানাননি তিনি। এ দিকে তার চলে যাওয়ায় বসুন্ধরা কিংস কাকে কোচের দায়িত্ব দেবে, তা নিশ্চিত নয়। এ বিষয়ে যোগাযোগের জন্য পাওয়া যায়নি ক্লাব সভাপতি ইমরুল হাসানকে। অন্য একটি সূত্র বলেছে বসুন্ধরা কিংস অস্কার ব্রুজনকে রাখতে চাইলেই কোচই চলে যাচ্ছেন বনিবনা না হওয়ায়।


আরো সংবাদ



premium cement