০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ঢাকা আবাহনীর চতুর্থ জয়

-

বিপিএল অনূর্ধ্ব-১৮ লিগে টানা চতুর্থ জয় পেয়েছে ঢাকা আবাহনী। গতকাল তারা ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। বিজয়ী দলের মেহেদী, সাকিব, সিফাত ও রাকসাম গোল করেন। রহমতগঞ্জের গোলদাতা রাইহান। অন্য ম্যাচে ফর্টিস এফসি ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। ফর্টিসের সুই মং মারমা এবং শান্ত গোল করেন। পুলিশের গোলদাতা সনেট। ১-১ গোলে ড্র করেছে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান। মোহামেডানের ইউসুফ ও পুলিশের আরিফ গোল করেন।


আরো সংবাদ



premium cement