১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ম্যানইউতেই থাকছেন টেন হাগ

-

ইংলিশ প্রিমিয়ার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রয়েই গেলেন এরিক টেন হাগ। ৫৪ বছর বয়সী এই ডাচ কোচের সাথে ২০২৬ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানইউ। ক্লাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল চুক্তি নবায়নের খবর নিশ্চিত করেছে।
টেন হাগ ২০২২ সালে তিন বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। তার অধীনে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। ২০১৩ সালে সর্বশেষ লিগ ট্রফি জেতা ইউনাইটেড টেন হাগের অধীনেও প্রিমিয়ার লিগে ভালো করতে পারেনি। ২০২২-২৩ মৌসুমে তৃতীয় হলেও ২০২৩-২৪ শেষ করে অষ্টম স্থানে থেকে। অবশ্য এফএ কাপ জেতার মাধ্যমে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে ইউনাইটেড। এর আগে প্রথম মৌসুমে লিগ কাপ জিতেছিলেন টেন হাগ।
দুই মৌসুমে দু’টি ট্রফি জেতা টেন হাগ ক্লাবের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে বলেন, ‘ক্লাবের সাথে কাজ চালিয়ে যাওয়ার সমঝোতায় পৌঁছাতে পেরে আমি খুবই আনন্দিত।’
গত দুই বছরের দিকে তাকালে দেখি, যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সেখান থেকে উন্নতির অনেক দৃষ্টান্ত আছে, আছে দু’টি ট্রফি জেতার গৌরব।’


আরো সংবাদ



premium cement