০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

এলপিএলে সেরাটা দিতে চান শরিফুল

-

সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন শরিফুল ইসলাম। এ কারণে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলা হয়নি তার। প্রথম কয়েকটি ম্যাচে ইনজুরির কারণে খেলেননি। পরে খেলার মতো ফিট হলেও একাদশে নেয়া হয়নি। একটি ম্যাচও না খেলতে পারায় আফসোসে পুড়ছেন শরিফুল। তার বদলে ম্যাচ খেলার সুযোগ পান বিকল্প পেসার তানজিম হাসান সাকিব। সুযোগ পেয়ে আরো বেশি জ্বলে উঠেন তানজিম। যার কারণে তাকেও আর বিশ্রাম দেয়নি টিম ম্যানেজমেন্ট। গেল বিশ্বকাপে মোট ১১টি উইকেট নিয়েছেন এই পেসার।
শরিফুল বলেন, ‘আফসোস বলতে, কপালে যেটা লিখা ছিল সেটার ওপর তো কিছু করার নাই। খুব আশা ছিল অন্তত একটা ম্যাচ খেলব। ওখানে একটু কষ্ট লাগে আরকি। আমি সব ম্যাচে রেডি ছিলাম। তবে টিম কম্বিনেশনের জন্য, সবাই যেহেতু খব ভালো খেলছিল, তাই খেলা হয়নি।’
এদিকে শেষ মুহূর্তে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে দল পেয়েছেন শরিফুল। ড্রাফটে অবশ্য দল পাননি তিনি। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে এই পেসারকে। গতকাল দেশ ছাড়ার সময় নিজের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘এলপিএলে যাচ্ছি, এখানে যেন নিজের সেরাটা দিতে পারি। অনেকদিন খেলার মধ্যে নেই। এখানে ম্যাচ খেলে যেন কামব্যাক করতে পারি, সে চেষ্টায় আছি।’

এলপিএলে ইতোমধ্যেই ডাম্বুলার হয়ে দুই ম্যাচ খেলে ফেলেছেন তৌহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে খারাপ খেললেও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ হয়নি। আর মোস্তাফিজ ৪১ ম্যাচে এক উইকেট নিলেও গতকাল দ্বিতীয় ম্যাচে চার ওভার বল করে ৩০ রানে দুই উইকেট পেয়েছেন। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল দলটি। কুসাল পেরেরার অপরাজিত ৫২ বলে ১০২ রানের ইনিংসে জাফনা কিংসকে টার্গেট দিয়েছিল ১৯২ রানের। যদিও সেই টার্গেট শেষ পর্যন্ত কিংস টপকে গেছে চার উইকেট হাতে রেখে।
জুলাই মাসে বাংলাদেশের আরো অনেক ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। গত মঙ্গলবার তিনি টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়েন। শরিফুল এলপিএল শেষ করে যোগ দেবেন কানাডার গ্লোবাল টি-২০তে। এমএলসি শেষ করে সাকিবেরও যোগ দেয়ার কথা কানাডার এই টি-২০ লিগে। এই দু’জন ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন এবং রিশাদ হোসেনও গ্লোবাল টি-২০ লিগ খেলবেন।
শরিফুল আরো বলেন, ‘গত বছর এলপিএলে একটা ম্যাচ খেলেছি। এবার গিয়ে ভালো কিছু করার ইচ্ছা আছে।’

 


আরো সংবাদ



premium cement
সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম আদালতের নথি চুরির ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাব পড়বে না কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে : রফিকুল ইসলাম ‘পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার’ সোনাগাজীতে উপজেলা আ'লীগ নেতা গ্রেফতার দেশে ফিরলেন ৯০ জন, ভারতে গেলেন ৯৫ ময়মনসিংহে শীতার্তদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ এক কার্গো এলএনজি ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার ‘চব্বিশের বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে’ সীমান্তে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ লন্ডনের উদ্দেশে বাসা থেকে বের হলেন খালেদা জিয়া

সকল