তরুণদের প্রতিই আগ্রহ বাহফের
- ক্রীড়া প্রতিবেদক
- ০৪ জুলাই ২০২৪, ০১:৩০
২৫-৩১ জুলাই আমন্ত্রণমূলক তাইওয়ান আন্তর্জাতিক পুরুষ হকি টুর্নামেন্টে খেলার ইচ্ছে বাংলাদেশ দলের। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান, শ্রীলঙ্কা। তাইওয়ানে আমন্ত্রণ পেয়ে জাতীয় দল পাঠানোর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। নির্বাচক কমিটি না থাকলেও প্রাথমিক খেলোয়াড় নির্বাচন হয়ে গেছে। বাহফে যুগ্ম সম্পাদক মাহবুব এহছান, সদস্য খাজা তাহের লতিফ ও মাহব্বু হারুণ এবং সাধারণ সম্পাদক অন্তবর্তীকালীন নির্বাচক কমিটির সদস্য। দল গঠনে তরুণদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
সিঙ্গাপুরে সদ্য সমাপ্ত এএইচএফ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রাধান্য দিয়েই গড়া হচ্ছে দল। ওই দলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আবদুল্লাহ ছাড়া অন্য ১৭ জনকেই দেখা যাবে জাতীয় দলের ক্যাম্পে। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় বিপ্লব কুজুর, আশরাফুল, রাব্বি হোসেন, আবেদ উদ্দীন, সোহানুর রহমান, মাহবুব হোসেন, রেজাউল বাবুরও ক্যাম্পে থাকার সম্ভবনা আছে। কোচের দায়িত্বে থাকবেন বাহফে টেকনিক্যাল ডিরেক্টর পিটার গেরহার্ড। ২৫ জন খেলোয়াড় নিয়ে ৮ জুলাই থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে আবাসিক ক্যাম্প শুরুর পরিকল্পনা বাহফের।
তবে জায়গা হয়নি ঘরোয়া হকিতে বিভিন্ন মেয়াদে শাস্তিপ্রাপ্ত রাসেল মাহমুদ জিমি, পুস্কর খিসা মিমো ও নাঈমউদ্দিনদের। সবশেষ এশিয়ান গেমসে খেলা ফরহাদ আহমেদ শিতুল, নুরুজ্জামান, মিলন হোসেনরাও নেই বিবেচনায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা