১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রের বিদায় গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

-

টানা তিন জয়ে গ্রুপের সেরা দল হয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে। কোপা আমেরিকার স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ সময় গতকাল সকালে ১-০তে হারিয়ে দীর্ঘ ৬৫ বছর পর গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতল সুয়ারেজের দেশটি। এর আগে ইকুয়েডরে ১৯৫৯ সালে ল্যাটিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ১৫ বারের চ্যাম্পিয়নরা প্রথম তিন ম্যাচে জয় পেয়েছিল।
ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে ৬৬ মিনিটে ডিফেন্ডার মাথিয়াস অলিভেরার গোলে জয় নিশ্চিত হয় উরুগুয়ের। দিনের অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে মধ্য আমেরিকার দেশ পানামা। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় করে কোপা আমেরিকায় স্বাগতিক যুক্তরাষ্ট্রকে দর্শক বানিয়ে দিলো উরুগুয়ে।
কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। অন্য দিকে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হবে পানামার প্রতিপক্ষ। আজ সকালে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের ওপর নির্ভর করছে কারা হবে ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া শীর্ষে, দুইয়ে থাকা ব্রাজিলের পয়েন্ট ৪। কলম্বিয়াকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ আটে উঠবে ব্রাজিল।
ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে জোসে ফাজার্ডোর গোলে ২২ মিনিটে এগিয়ে যায় পানামা। ৬৯ মিনিটে বলিভিয়াকে সমতায় ফেরান ব্রুনো মিরান্দা। ১০ মিনিট পর এডুয়ার্ডো গোরেরোর গোলে এগিয়ে যাওয়া পানামা। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে পানামার হয়ে শেষ গোলটি করেন সিজার ইয়ানিস।


আরো সংবাদ



premium cement