১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘুমিয়ে ক্ষমা চাইলেন তাসকিন

-

গত ১ জুলাই একটি বেসরকারি টেলিভিশনে তাসকিন আহমেদকে নিয়ে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে দাবি করা হয়, সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নাকি ঘুমের কারণে টিমবাস মিস করেছেন তাসকিন। শাস্তি হিসেবে তাকে নাকি ভারতের বিপক্ষে আর খেলায়নি টিম ম্যানেজমেন্ট। গতকাল ক্রিকবাজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ইস্যুতে নাকি সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন তাসকিন।
টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে মাত্র দু’জন পেস বোলারকে খেলায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তাসকিনকে একাদশ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিতে তারা একপ্রকার বাধ্য হয়। তার পরিবর্তে একাদশে জায়গা পান জাকের আলী। জানা গেছে, জাতীয়সঙ্গীতের সময়ও নাকি মাঠে ছিলেন তাসকিন। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিদ্ধান্ত অনুযায়ী একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এটা সত্য যে, টিম বাস মিস করার পরও তাসকিন পরে দলের সাথে যোগ দেয়। তবে সে কেন খেলেনি, সেটি কোচ বলতে পারবেন। হেড কোচই ভালো বলতে পারবেন, তাসকিন ওই ম্যাচে তার পরিকল্পনায় ছিল কি না।’
তিনি যোগ করেন, ‘যদি কোচ আর খেলোয়াড়ের কোনো সমস্যা হতো, তা হলে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে সে কিভাবে খেলল। সে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছে সময়মতো ঘুম থেকে উঠতে না পারার কারণে। এটিই হয়েছে। এখানে অন্য ইস্যু হয়নি।’
সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে হারের ৩৪ ঘণ্টার পর ভারতের সাথে দ্বিতীয় ম্যাচ খেলে বাংলাদেশ।

 


আরো সংবাদ



premium cement