০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ জিলহজ ১৪৪৫
`

ঢাকা আবাহনীতে স্প্যানিশ কোচ

-

গত সিজনে আনা আর্জেন্টাইন কোচ দিয়েগো ক্রুসিয়ানির পর্ব আগেই শেষ করেছে ঢাকা আবাহনী। এত দিন খুঁজছিল বিদেশী কোচ। সংক্ষিপ্ত তালিকায় ছিল দুই কোচ। একজন উজবেকিস্তানের। অপরজন স্প্যানিশ। শেষ পর্যন্ত স্পেনের কোচই দায়িত্ব নিতে যাচ্ছে আকাশি-নীল শিবিরের। ক্লাব সূত্রে জানা গেছে এই তথ্য। এই উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ভারতের বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গলের কোচ ছিলেন। ক্রুসিয়ানির চেয়ে বেতন বেশি এই স্প্যানিশের। তার সাথে বিদেশী ট্রেইনার ও নিচ্ছে গত বছর কোনো শিরোপা না পাওয়া দলটি। সূত্রটি অবশ্য স্প্যানিশ কোচের নাম নিশ্চিত করতে পারেনি। আর বিদেশীদের মধ্যে চূড়ান্ত করেছে দুই মৌসুম আগে খেলে যাওয়া ব্রাজিলের মিডফিল্ডার রাফায়েল অগাস্তোকে। দুই সিজন আবাহনীতে খেললেও গত বছর ইনজুরির জন্য তাকে নেয়নি দর্শক প্রিয় ক্লাবটি। গত লিগের সর্বোচ্চ গোলদাতা সেন্ট ভিনসেন্টের স্টুয়ার্ট কর্নেলিয়াসকে আবাহনী বেশি দামে রাখতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত এই স্ট্রাইকারকে পাচ্ছে না তারা। একটি সূত্র বলছে স্টুয়ার্ট ইন্দোনেশিয়ার ক্লাবে যোগ দিয়েছেন। আবার শোনা যাচ্ছে ফিরে যাচ্ছেন পুরনো ক্লাব লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।


আরো সংবাদ



premium cement