১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ইউরো ২০২৪

স্পেনের বিপক্ষেও কি জর্জিয়ার চমক

-

বিশ্ব ফুটবল তথা ইউরোপিয়ান ফুটবলে অখ্যাত নাম জর্জিয়া। তাদের নেই তেমন বড় কোনো সাফল্য। অথচ সেই জর্জিয়াই এবারের ইউরোতে বড় চমক দেখিয়েছে গ্রুপ পর্বে পর্তুগালকে হারিয়ে। যা তাদের নিয়ে যায় এবারের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড। পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপের সাবেক শিরোপা জয়ী। আজ জর্জিয়ার সামনে আরেক সাবেক চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় রাইনএনার্জিয়া স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। নক আউটের অপর ম্যাচে গত আসরের রানার্সআপ ইংল্যান্ডের প্রতিপক্ষ সেøাভাকিয়া। বাংলাদেশ সময় রাত ১০টায় ভেলটিনস এরিনায় এই কোয়ার্টারে যাওয়ার লড়াই।
তুরস্কের কাছে হেরে এবং চেক রিপাবলিকের সাথে ড্র করার পর জর্জিয়ার বিষ্ময়কর জয় ক্রিশ্চিয়ানো রোনালদোদের বিপক্ষে। সেই জয়ের পর সাবেক সোভিয়ত ইউনিয়নের এই দেশের কোচ উইলি সেগনল জানান, আমরা আমাদের কৌশল বদল করবো না। পর্তুগালের বিপক্ষে যেমন আক্রমণাত্মক ছিলাম স্পেনের মতো বড় দলের বিপক্ষেই সেই টেকনিক থাকবে। এখন সবাই জানে জর্জিয়া দল শুধু ভালো ডিফেন্ডই করে না আক্রমণেও দক্ষ। সুতরাং স্প্যানিশদের বিপক্ষে সেই ধারা অব্যহত থাকবে।
এই ইউরোর বাছাই পর্বেই স্পেনের কাছে ১-৭ গোলে হেরেছিল জর্জিয়া। অপর ম্যাচে জয় ৩-১ গোলে। আবার এই স্পেনকেই ২০১৬ সালের ফিফা প্রীতিম্যাচে ১-০ গোলে হারিয়ে ছিল জর্জিয়ানরা। দুই দলের আগের সাত ম্যাচে ছয়টিতেই জয় স্পেনের। একটিতে শেষ হাসি জর্জিয়ার।
অপর ম্যাচে সেøাভাকিয়ার বিপক্ষে ফেবারিট ইংল্যান্ড। দুই দলের আগের ছয় ম্যাচের পাঁচটিতেই জয় ইংল্যান্ডের। একটিতে ড্র গোলশূন্যতে। এবারের ইউরোর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ড ০-০ তে ড্র করেছিল সেøাভেনিয়ার সাথে। অন্য দিকে সেøাভাকিয়া ১-১ গোলে রোমানিয়ার সাথে ড্র করে।


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল