০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

তিন চ্যাম্পিয়নের ম্যাচ আজ

ইউরো ২০২৪
-

গ্রুপ পর্ব শেষ করে এবারের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ এখন দ্বিতীয় গড়িয়েছে। আজ শুরু ১৬ দলের এই নক আউট পর্ব। প্রথম দিনেই তিন চ্যাম্পিয়নের ম্যাচ। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। রাত ১০টায় বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়ানে তারা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। ১৯৯২ সালের চ্যাম্পিয়ন ডেনমার্ক রাত ১টায় প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পশ্চিম জার্মানি এবং জার্মানি পরিচয়ে তিনবারের চ্যাম্পিয়নদের। ভেনু সিগন্যাল ইদুনা পার্ক।
ইতালী অবশ্য ‘বি’ গ্রুপ থেকে সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। রানার্সআপ হয়ে এসেছে নক আউটে। স্পেনের কাছে হারলেও আলবেনিয়াকে হারিয়ে এবং ক্রোয়েশিয়ার সাথে শেষ সময়ের গোলে ১-১ এ ড্র করে তারা এখন নক আউটে। অন্য দিকে সুইজারল্যান্ড হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে এবং স্কটল্যান্ড ও জার্মানির সাথে ড্র করে এই পর্বে আসে।

জার্মানি সুইজারল্যান্ডের সাথে ড্র করার আগে হাঙ্গেরিকে ২-০ এবং স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারায়। ডেনমার্ক ১-১ গোলে ড্র করে সেøাভেনিয়ার সাথে। এরপর ইংল্যান্ডের সাথেও ১-১ গোলে ড্র। তাদের গ্রুপের শেষ ম্যাচে গোলশূন্যতে ড্র ছিল সার্বিয়ার সাথে। কোনো জয় ছাড়া প্রথম পর্ব শেষ করা দলটি পারবে আজ জার্মানদের হারাতে।
এ পর্যন্ত ৭০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালি ও সুইজারল্যান্ড। এতে ইতালির জয় ২৯ ম্যাচে। স্ইুজারল্যান্ডের জয় সাত ম্যাচে। বাকি খেলা ড্র। ২৮ পরস্পরের দেখা হয়েছে জার্মানি এবং ডেনমার্কের। এতে জার্মানরা ১৫ বার এবং ডেনমার্ক আটবার জয়ী হয়। ড্র বাকি ম্যাচগুলোতে। গত দুই বিশ্বকাপের গ্রুপে বিদায় নেয়া জার্মানদের এখন দায়িত্ব নিজেদের চারবারের বিশ্বকাপ জয়ের রেকর্ডের সাথে মিল রেখে এবারের ইউরোতেও সফল হওয়া। জার্মানি অবশ্য গ্রুপ সেরা হয়েই এ পর্যন্ত এসেছে।


আরো সংবাদ



premium cement