১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দক্ষিণ আফ্রিকাকে পরামর্শ পন্টিংয়ের

-

বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবার আসা এই মঞ্চে তাদের সামনে শক্তিশালী ভারত। যারা চলমান টি-২০ বিশ্বকাপে সব বিভাগেই ছিল অপ্রতিরোধ্য। তাই এই ফাইনালের আগে কিভাবে নিজেদের তৈরি করতে হবে, সেটি প্রোটিয়াদের জানিয়ে দিলেন তিনটি ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং।
দক্ষিণ আফ্রিকাকে সহজ পরামর্শ দিয়েছেন পন্টিং। ফাইনালের মহত্ত্ব বুঝে সেখানে নিজেদের সেরাটা ঢেলে দেয়া। আইসিসির ডিজিটাল শোকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন, ‘অনেক দল বলে থাকে এটি আর আট-দশটা ম্যাচের মতো সাদামাটা। এই উপলক্ষ কত বড় তারা আড়াল করার চেষ্টা করে। এমন কিছু করা ভালো নয়। এর মহত্ত্ব কত বড়, সেটা মেনে নিতে হবে।’
দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের উদ্দেশে পন্টিং বলেন, ‘এসব খেলোয়াড় আগে কখনো ফাইনাল খেলেনি। সুতরাং আজ রাত উপভোগ করো (গতকাল), কালকের রাতও (আজ)। কিন্তু নিশ্চিত করো যে, একই মানসিকতা নিয়ে খেলবে ও প্রস্তুতিও হবে একই রকম।’

 


আরো সংবাদ



premium cement