৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ জিলহজ ১৪৪৫
`

এগিয়ে নীড়

-

সাইফ পাওয়ার জাতীয় দাবার ৫ম রাউন্ড শেষে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন মনন রেজা নীড়। সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান। ফিদে মাস্টার নীড় গতকাল হারান আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিনর সাগরকে। জিয়া জয় পান খন্দকার আমিনুল ইসলামের বিপক্ষে। নিয়াজ হারান সেখ নাসির আহমেদকে। তবে অপর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের কাছে। আর আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে।


আরো সংবাদ



premium cement

সকল