০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ধারাবাহিকতার অভাবেই বিদায়

-

শুরুটা হয়েছিল টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে। আর শেষটা আফগানিস্তানের কাছে হেরে। গতকাল ভোরে সেন্ট ভিনসেন্টের মাঠে এই ম্যাচে টাইগারদের পক্ষেই ছিল অস্ট্রেলিয়া। নাজমুল হোসেন শান্তরা কোনো মতে জিতলেই সেমিতে যেত অসিরা। আর বাংলাদেশ যদি ১২.১ ওভারে আফগানদের দেয়া স্কোর তাড়া করতে পারত তা হলে সেমিতে উঠত লাল-সবুজরা। তবে অস্ট্রেলিয়া বা বাংলাদেশ কারো আশাই পূরণ হয়নি। চন্দ্রিকা হাথুরুসিংহের দলকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো যে কোনো বিশ্বকাপের সেমিতে আফগানিস্তান। আর বাংলাদেশের ক্রিকেটাররা দলকে সেমিতে তুলতে পারেনি পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবে।
বলতে গেলে লেগস্পিনার রিশাদ হোসেন ছাড়া বাংলাদেশের আর কোনো ক্রিকেটারেরই ধারাবাহিকতা ছিল না। এই স্পিনার নিয়েছেন ১৪ উইকেট। এরপর তানজিম হাসান সাকিব। তার শিকার ১১ উইকেট। রিশাদ গতকাল আফগানদের বিপক্ষে ৩ উইকেট নিলেও তানজিম সাকিব কোনো উইকেটই পাননি। উল্টো ছিলেন ব্যয়বহুল।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮ ম্যাচে করেছেন ১১২ রান। তার স্কোর ছিল ৫, ৪০, ৪১, ৪, ১, ১৪ ও ৭ রান।
ওপেনার তানজীদ হাসান তামিম তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও নেপালের বিপক্ষে কোনো রান করতে না পারা এই ব্যাটার ভারতের বিপক্ষে ২৯, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৫, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৩ রান করেন।
লিটর দাস গতকাল আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন। এর আগে তার সর্বোচ্চ ৩৬ ছিল প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে তার স্কোর ছিল ১৩, ১৬, ১০ ১, ৯। তৌহিদ হৃদয়ের ৪০ রানের ইনিংস ছিল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৩৭ করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গতকাল আফগানদের বিপক্ষে ১৪ করার আগে বাকি ম্যাচগুলোতে তার স্কোর ৪, ৯, ৯। জাকের আলী অনিকের স্কোর ১, ১২, ১৪, ৮।
দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার সাকিব আল হাসান নেদারল্যান্ডসের বিপেক্ষ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া বাকি ম্যাচগুলোতে স্কোর ০, ৮, ১১, ১৭, ৩, ৮। বল হাতে সাকিব মাত্র তিন উইকেট নিয়েছেন দুই ম্যাচে। বাকি খেলায় কোনো শিকার নেই। সিনিয়র ব্যাটার মাহামুদুল্লাহর স্কোর ৬, ১৩, ২ ১৩, ২৫, ২০, ১৬*। বল হাতে তার দুই শিকার। সৌম্য সরকার দুই ম্যাচের একটিতে করেছেন ১০। অপরটিতে ০। মাহেদি হাসান দুই ম্যাচে কোনো উইকেটই পাননি। রান করেছেন ৫ ও ০। লোয়ার অর্ডারে ঝড় তোলা রিশাদ ভারতের বিপক্ষে ২৪ ও নেপালের বিপক্ষে ১৪ রান করেন। তবে তিনি একটি ম্যাচ ছাড়া সব খেলাতেই উইকেট পেয়েছেন। তিনটি করে উইকেট শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে। ২টি করে শিকার ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচে। তানজিম সাকিব অস্ট্রেলিয়া ও আফগানদের বিপক্ষে উইকেট না পেলেও বাকি সব ম্যাচে সফল। মোস্তাফিজ আট ম্যাচের তিনটিতে উইকেট পাননি। সব মোট শিকার ৮টি। তাসকিন আহমেদ ৬ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২টি উইকেট।


আরো সংবাদ



premium cement
ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার

সকল